সোমবার সিডনির উদ্দেশে পাড়ি দেবে টিম ইন্ডিয়া। ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ সকলে একসঙ্গেই যাবেন বলে জানা গিয়েছে। আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, ৩১ ডিসেম্বরই সিডনি পৌঁছে যাওয়ার কথা ছিল ভারত এবং অস্ট্রেলিয়ার। কিন্তু সেখানে করোনা সংক্রমণ দেখা দেওয়ায় আরও কিছু দিন মেলবোর্নেই থেকে যায় ২ দল। ৭ জানুয়ারি শুরু হতে চলা টেস্টের আগে সিডনিতে ২ দিন অনুশীলনের সুযোগ পাবে ভারত এবং অস্ট্রেলিয়া। 

অন্যদিকে, ১ জানুয়ারি রোহিত শর্মা, পৃথ্বী শ, ঋষভ পন্থ, শুভমন গিল এবং নবদীপ সাইনিকে হোটেলের বাইরে কোনও এক রেস্তরাঁতে খেতে দেখা গিয়েছে বলে একটি ভিডিয়োতে দেখা যায়। যদিও সেই ভিডিয়োর সত্যতা নিয়ে এখনও তদন্ত চলছে। ভারতীয় দলের তরফে জানা গিয়েছে তাঁরা জৈব সুরক্ষা বলয়ের নিয়ম মেনে চলতে বদ্ধ পরিকর। তাঁরা এটাও জানিয়েছে যে গোটা দল একসঙ্গেই সিডনি যাবে, কেউ মেলবোর্নে থাকছেন না। 

Find out more: