গত বছরের শেষ ম্যাচে এইবারের বিরুদ্ধে গোড়ালির চোটে খেলতে পারেননি মেসি। ওই ম্যাচে আটকে যায় বার্সাও। কিন্তু এদিন চোট কাটিয়ে ফিরেই পুরনো ঝলক দেখাল মেসির পায়ে। লা লিগায় বার্সিলোনার হয়ে সবথেকে বেশি ম্যাচ খেলার রেকর্ড জাভি হার্নান্দেজের (৫০৫)। কিছুদিন পরেই সেই সংখ্যাও টপকে যাবেন মেসি।

এ ছাড়াও, সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার হয়ে ৭৫০তম ম্যাচ খেললেন। এখানে জাভির (৭৬৭) থেকে কিছুটা পিছিয়ে তিনি। ২০০৪-০৫ বার্সেলোনার হয়ে লিগে প্রথম ম্যাচ খেলেছিলেন মেসি। তারপর টানা ১৭ মরশুম খেলছেন। এর মধ্যে ১০ বার লিগ খেতাব জিতেছেন। লা লিগায় বার্সেলোনার হয়ে ৪৫১ গোল এবং ১৮৫টি অ্যাসিস্ট করেছেন। ৩৬৯টি ম্যাচ জিতেছেন। 

Find out more: