তৎক্ষণাৎ মাঠে ছুটে আসেন ফিজিয়োরা। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। কনুইয়ে ব্যথা কমানোর স্প্রে লাগানো হয়। ব্যথা কমানোর ট্যাবলেটও খাওয়ানো হয়। কিছুক্ষণ পরেই জশ হ্যাজেলউডের বলে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। জানা গিয়েছে, ব্যথা সামান্য থাকলেও তা দ্রুত সেরে যাবে।
তৎক্ষণাৎ মাঠে ছুটে আসেন ফিজিয়োরা। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। কনুইয়ে ব্যথা কমানোর স্প্রে লাগানো হয়। ব্যথা কমানোর ট্যাবলেটও খাওয়ানো হয়। কিছুক্ষণ পরেই জশ হ্যাজেলউডের বলে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। জানা গিয়েছে, ব্যথা সামান্য থাকলেও তা দ্রুত সেরে যাবে।