আনন্দবাজারে প্রকাশিত খবর অনুযায়ী, খুব অঘটন না হলে টেস্টের পঞ্চম দিনে ব্যাট করতে পারবেন তিনি। সিডনি টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করতে গিয়ে বাঁ হাতের কব্জিতে আঘাত পেয়েছিলেন পন্থ। ৮৫তম ওভার চলাকালীন প্যাট কামিন্সের বলে পুল শট মারতে গিয়ে বল লাগে কব্জিতে। যতটা ভাবা গিয়েছিল ততটা লাফায়নি বল। ফলে টাইমিংয়ে গন্ডগোল হয়েছিল পন্থের।

তৎক্ষণাৎ মাঠে ছুটে আসেন ফিজিয়োরা। কিছুক্ষণের জন্য খেলা বন্ধ থাকে। কনুইয়ে ব্যথা কমানোর স্প্রে লাগানো হয়। ব্যথা কমানোর ট্যাবলেটও খাওয়ানো হয়। কিছুক্ষণ পরেই জশ হ্যাজেলউডের বলে আউট হয়ে ফেরেন প্যাভিলিয়নে। জানা গিয়েছে, ব্যথা সামান্য থাকলেও তা দ্রুত সেরে যাবে। 

Find out more: