দিনের শেষে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে ক্রিজে রয়েছেন। রবিবার ভারত এই ম্যাচ জিততে পারলে তৈরি হবে ইতিহাস। সিডনির মাঠে এত রান তাড়া করে আজ অবধি কোনও সফরকারী দল জিততে পারেনি। সিডনিতে ১৯০৩ সালে ইংল্যান্ড জিতেছিল ১৯৪/৫ করে। আজ অবধি সফরকারী দলের সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড সেটাই। ড্র করার ভাবনা নিয়ে নামলে সারাদিন ব্যাট করতে হবে ভারতকে। সেই কাজ করতে পূজারা এবং রাহানের থেকে লম্বা ইনিংস আশা করবে ভারত।
দিনের শেষে চেতেশ্বর পূজারা এবং অজিঙ্ক রাহানে ক্রিজে রয়েছেন। রবিবার ভারত এই ম্যাচ জিততে পারলে তৈরি হবে ইতিহাস। সিডনির মাঠে এত রান তাড়া করে আজ অবধি কোনও সফরকারী দল জিততে পারেনি। সিডনিতে ১৯০৩ সালে ইংল্যান্ড জিতেছিল ১৯৪/৫ করে। আজ অবধি সফরকারী দলের সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড সেটাই। ড্র করার ভাবনা নিয়ে নামলে সারাদিন ব্যাট করতে হবে ভারতকে। সেই কাজ করতে পূজারা এবং রাহানের থেকে লম্বা ইনিংস আশা করবে ভারত।