এরপরেই তিনি আরও লিখেছেন, ‘‘এই বিষয়ে আইসিসি-র তদন্তের পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সেই উন্মত্ত দর্শকদের চিন্থিত করার পর ওদের চির নির্বাসিত করব, যাতে ভবিষ্যতে ওরা অস্ট্রেলিয়া ক্রিকেটের ধারেকাছে না ঘেঁষতে পারে।’’ এদিকে আইসিসি-র মুখ্য কার্যনির্বাহী মনু সওহানি জানিয়েছেন, ‘‘আইসিসি কখনই এমন ন্যক্কারজনক ঘটনাকে প্রশ্রয় দেবে না। বর্ণবৈষম্যকেও ঘৃণা করে। তাই দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তদন্তের সহযোগিতার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে সবরকমভাবে সাহায্য করব।।’’
এরপরেই তিনি আরও লিখেছেন, ‘‘এই বিষয়ে আইসিসি-র তদন্তের পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব। সেই উন্মত্ত দর্শকদের চিন্থিত করার পর ওদের চির নির্বাসিত করব, যাতে ভবিষ্যতে ওরা অস্ট্রেলিয়া ক্রিকেটের ধারেকাছে না ঘেঁষতে পারে।’’ এদিকে আইসিসি-র মুখ্য কার্যনির্বাহী মনু সওহানি জানিয়েছেন, ‘‘আইসিসি কখনই এমন ন্যক্কারজনক ঘটনাকে প্রশ্রয় দেবে না। বর্ণবৈষম্যকেও ঘৃণা করে। তাই দোষীদের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। তদন্তের সহযোগিতার জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে সবরকমভাবে সাহায্য করব।।’’