তৃতীয় দিনেও একই অভিযোগ উঠেছিল। সিরাজ এবং যশপ্রীত বুমরার বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয় বলে লিখিতভাবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ডকে অভিযোগ জানায় ভারতীয় বোর্ড। চতুর্থ দিন ফের একই ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে দেখা যায় আম্পায়ারদের। শুধু তাই নয়। এবার এই ইস্যু নিয়ে কড়া মন্তব্য করল আইসিসি।  আর ভারতে বসেই সিডনি টেস্টে বর্ণবিদ্বেষী মন্তব্যের তীব্র প্রতিবাদ করলেন বিরাট কোহালি। ভারতীয় অধিনায়ক স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, এ ধরনের ঘটনার কোনও ক্ষমা নেই এবং কড়া হাতে অভিযুক্তদের শাস্তি দিতে হবে।

অস্ট্রেলিয়ার কোচ জাস্টিন ল্যাঙ্গারও কড়া সমালোচনা করে জানিয়েছেন, যারা এসব করেছে, তাদের তিনি ঘৃণা করেন। রবিবার কোহালি টুইট করেন, “বর্ণবিদ্বেষী আক্রমণ কোনওমতেই গ্রহণযোগ্য নয়। বাউন্ডারি লাইনের ধারে লজ্জাজনক অনেক মন্তব্য করা হয়েছে। এরকম অনেক ঘটনা কানে এসেছে। উশৃঙ্খল আচরণের নিকৃষ্টতম নিদর্শন এটা। ক্রিকেট মাঠে এরকম ঘটনা ঘটতে দেখে খারাপ লাগছে। দ্রুত তৎপরতা এবং গুরুত্বের সঙ্গে এ ধরনের ঘটনাগুলিকে দেখতে হবে। অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে, যাতে ভবিষ্যতে কেউ এই কাজ করার সাহস না পায়।” 

Find out more: