শনিবার ভারত দিনের খেলা শেষ করে ৬২ রানে ২ উইকেট হারিয়ে। রোহিত করেন ৪৪ রান। কিন্তু সেট হয়ে গিয়ে তাঁর আউট হওয়া নিয়ে চলছে প্রবল সমালোচনা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ৩৬৯ রানের জবাবে রোহিত শর্মাই ভরসা হয়ে উঠেছিলেন ভারতীয় দলের। প্রথম ৪ ব্যাটসম্যানের মধ্যে তিনি ছাড়া এখনও কোনও ভারতীয় ব্যাটসম্যানই ১০ রানের গণ্ডি পার করতে পারেননি। কিন্তু নেথন লায়নের বলে রোহিত শর্মা স্টেপ আউট করে মারতে গিয়ে লং অনে মিচেল স্টার্কের হাতে ধরা পড়ে যান। রোহিতের থেকে যখন লম্বা ইনিংস আশা করছিল ভারত, তখন এমন শট বেশ অবাক করে সকলকেই। রোহিত বলেন, “আমি ঠিক জায়গাতেই পৌঁছে গিয়েছিলাম। কানেক্ট হয়নি ঠিক ভাবে। ডিপ স্কোয়ার লেগ এবং লং অনের মাঝে মারতে গিয়েছিলাম। পিচে বাউন্স ছিল, বল ব্যাটে আসছিল। এমনই তো ভালবাসি আমি।”

শনিবার ভারত দিনের খেলা শেষ করে ৬২ রানে ২ উইকেট হারিয়ে। রোহিত করেন ৪৪ রান। কিন্তু সেট হয়ে গিয়ে তাঁর আউট হওয়া নিয়ে চলছে প্রবল সমালোচনা। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার তোলা ৩৬৯ রানের জবাবে রোহিত শর্মাই ভরসা হয়ে উঠেছিলেন ভারতীয় দলের। প্রথম ৪ ব্যাটসম্যানের মধ্যে তিনি ছাড়া এখনও কোনও ভারতীয় ব্যাটসম্যানই ১০ রানের গণ্ডি পার করতে পারেননি। কিন্তু নেথন লায়নের বলে রোহিত শর্মা স্টেপ আউট করে মারতে গিয়ে লং অনে মিচেল স্টার্কের হাতে ধরা পড়ে যান। রোহিতের থেকে যখন লম্বা ইনিংস আশা করছিল ভারত, তখন এমন শট বেশ অবাক করে সকলকেই। রোহিত বলেন, “আমি ঠিক জায়গাতেই পৌঁছে গিয়েছিলাম। কানেক্ট হয়নি ঠিক ভাবে। ডিপ স্কোয়ার লেগ এবং লং অনের মাঝে মারতে গিয়েছিলাম। পিচে বাউন্স ছিল, বল ব্যাটে আসছিল। এমনই তো ভালবাসি আমি।”

Find out more: