ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ব্যাটে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও স্লিপে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ নিতে থাকেন। প্রথম ইনিংসে ৩টি ক্যাচ নেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ২টি ক্যাচ ধরে নজির গড়েন তিনি। এর আগে একনাথ সোলকার, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, রাহুল দ্রাবিড়ের মত কিংবদন্তি ক্রিকেটাররা এই নজির গড়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও টিম পেনের ক্যাচ ধরেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে লাবুশেন ও ক্যামেরন গ্রিনের ক্যাচ ধরেন ভারতের সহ অধিনায়ক। প্রথম ইনিংসে ৪৪ রান করে আউট হন রোহিত। দ্বিতীয় ইনিংসে ৪ রানে ব্যাট করছেন তিনি। চতুর্থ দিনের খেলা বৃষ্টিতে বিঘ্নিত হয়। পঞ্চম দিনেও বৃষ্টির সম্ভাবনা আছে। সেক্ষেত্রে তৃতীয় টেস্টের মত চতুর্থ টেস্টও ড্র হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

অন্যদিকে, সিডনি টেস্টে ভারতের ড্রয়ের অব্যবহিত পরেই নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে পোস্ট করে কন্যা সন্তান জন্মের কথা জানিয়েছিলেন কোহালি। একইসঙ্গে পারিবারিক গোপনীয়তা বজায় রাখার অনুরোধ করেছিলেন সমর্থক এবং অনুরাগীদের কাছে। এই সেলিব্রিটি দম্পতির মেয়ের ছবি বা নাম কোনওটাই এখনও প্রকাশ্যে আসেনি। টুইটার বায়ো আপডেট করে কোহালি লিখেছেন, “গর্বিত স্বামী এবং বাবা।” তিনি যে ভারতীয় দলের অধিনায়ক বা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার, তার কোথাও কোনও উল্লেখ নেই কোহালির প্রোফাইলে। টুইটার বায়ো আপডেট করে কোহালি লিখেছেন, “গর্বিত স্বামী এবং বাবা।” তিনি যে ভারতীয় দলের অধিনায়ক বা বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার, তার কোথাও কোনও উল্লেখ নেই কোহালির প্রোফাইলে। 

Find out more: