ব্রিসবেন টেস্ট। শেষ দিন জেতার জন্য ভারতের দরকার ৩২৪ রান। হাতে ১০ উইকেট রয়েছে। গাওস্কর বলেন, ‘‘ব্রিসবেনে সবথেকে বেশি রান তাড়া করে জেতার রেকর্ড ২৩৬। সেটাও হয়েছিল ১৯৫১ সালে। ফলে ভারতের সামনে কাজটা খুব কঠিন। তবু যদি ভারতীয় ব্যাটসম্যানরা ফোকাস এবং সংকল্প ধরে রাখতে পারে, তাহলে ম্যাচটা বাঁচিয়ে দিতে পারে। সেই ক্ষমতা এই দের আছে। কয়েকটা বল আচমকা নিচু হয়ে যাচ্ছে। উইকেটের মাঝখানে কিছু ফাটলও তৈরি হয়েছে। বিষয়টা আরও কঠিন কারণ ম্যাচ এখন যে জায়গায় দাঁড়িয়ে, তাতে মেরে খেলা উচিত, না ধরে খেলা উচিত, সেই সিদ্ধান্ত নেওয়া কঠিন। রোহিত শর্মা এবং শুভমন গিল শুরুটা যদি ভাল করতে পারে, তাহলে ভারতীয় ড্রেসিংরুম স্বস্তিতে থাকবে।’’

অন্যদিকে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে এক ম্যাচে পাঁচটি ক্যাচ ধরার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। ব্রিসবেন টেস্টে প্রথম ইনিংসে ব্যাটে উল্লেখযোগ্য কিছু করতে না পারলেও স্লিপে দাঁড়িয়ে একের পর এক ক্যাচ নিতে থাকেন। প্রথম ইনিংসে ৩টি ক্যাচ নেন রোহিত। দ্বিতীয় ইনিংসে ২টি ক্যাচ ধরে নজির গড়েন তিনি। এর আগে একনাথ সোলকার, কৃষ্ণমাচারী শ্রীকান্ত, রাহুল দ্রাবিড়ের মত কিংবদন্তি ক্রিকেটাররা এই নজির গড়েছেন। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ ও টিম পেনের ক্যাচ ধরেন তিনি। আর দ্বিতীয় ইনিংসে লাবুশেন ও ক্যামেরন গ্রিনের ক্যাচ ধরেন ভারতের সহ অধিনায়ক।

Find out more: