গাব্বায় রচিত হল নয়া ইতিহাস। মাঠের বাইরে যেন অজিদের হয়ে লড়ছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। গাব্বায় ভারতের জেতা যে প্রায় অসম্ভব, এই ব্যাপারে তিনি বাজি লড়ে ফেলেছিলেন। Sydney Test-এর আগে রিকি পন্টিং ঠিক এমনই করেছিলেন। পরে অবশ্য নিজের কথা পন্টিংকে ফেরত নিতে হয়েছিল। এবার ওয়ার্নের ক্ষেত্রেও তাই হল। আসলে গাব্বায় অস্ট্রেলিয়ার টেস্ট রেকর্ড ঈর্ষা করার মতো। তাই হয়তো একটু বেশিই আত্মবিশ্বাসী হয়েছিলেন কিংবদন্তি স্পিনার। তবে যে কোনও ঝকঝকে সকালেই ইতিহাস যে নতুন করে লেখা হতে পারে, সেই আন্দাজ হয়তো ছিল না ওয়ার্নের। গাব্বায় প্রথমবার জিতল Team India.
গাব্বায় রচিত হল নয়া ইতিহাস। মাঠের বাইরে যেন অজিদের হয়ে লড়ছিলেন শেন ওয়ার্ন (Shane Warne)। গাব্বায় ভারতের জেতা যে প্রায় অসম্ভব, এই ব্যাপারে তিনি বাজি লড়ে ফেলেছিলেন। Sydney Test-এর আগে রিকি পন্টিং ঠিক এমনই করেছিলেন। পরে অবশ্য নিজের কথা পন্টিংকে ফেরত নিতে হয়েছিল। এবার ওয়ার্নের ক্ষেত্রেও তাই হল। আসলে গাব্বায় অস্ট্রেলিয়ার টেস্ট রেকর্ড ঈর্ষা করার মতো। তাই হয়তো একটু বেশিই আত্মবিশ্বাসী হয়েছিলেন কিংবদন্তি স্পিনার। তবে যে কোনও ঝকঝকে সকালেই ইতিহাস যে নতুন করে লেখা হতে পারে, সেই আন্দাজ হয়তো ছিল না ওয়ার্নের। গাব্বায় প্রথমবার জিতল Team India.