২০২১ সাল অর্থাৎ নতুন বছরে প্রথম ‘মন কি বাত’ অনুষ্ঠানেও এল ভারতীয় দলের সিরিজ জয়ের প্রসঙ্গ। পিএমও-র টুইটার অ্যাকাউন্টে করা মোদীর ভাষণের উত্তর দিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল থেকে কয়েক ঘণ্টা আগে বাড়ি ফিরলেও মোদীর মন্তব্য নজর এড়ায়নি বোর্ড সভাপতির। উত্তর দিয়েছেন রবি শাস্ত্রী, বিরাট কোহালিরাও। রবিবার ‘মন কি বাত’ অনুষ্ঠানে মোদী বলেন, “এই মাসে ক্রিকেট মাঠ থেকে একটা ভাল খবর পেয়েছি আমরা। প্রথমদিকে ঝটকা খেলেও ভারতীয় দল দারুণ ভাবে ঘুরে দাঁড়িয়ে অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে নিয়েছে। আমাদের দলের কঠোর পরিশ্রম এবং ঐক্য সবার কাছে অনুপ্রেরণামূলক।”

অন্যদিকে, বিরাট কোহালিদের ভক্ত রয়েছেন জো রুটদের দলেও, অভিজ্ঞ ইংরেজ পেসার স্টুয়ার্ট ব্রডের এমনই মত। অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের জয় শুধু যে ভারতীয়দের আনন্দ দিয়েছে এমন নয়, বিশ্ব ক্রিকেটের অনেকেই খুশি হয়েছেন এই জয়ে। বিরাট কোহালিকে অন্যতম ‘সেরা ব্যাটসম্যান’ বললেন ব্রড। টি২০ বিশ্বকাপে এক বাঁহাতি ভারতীয় তাঁকে ৬ বলে ৬টি ছক্কা মেরেছিলেন। হয়ত সেটা মাথায় রেখেই টেস্টের মঞ্চে ভারতীয় দলকে শ্রদ্ধা জানাচ্ছেন ব্রড। এক সংবাদ মাধ্যমের হয়ে কলম ধরেন তিনি। সেখানে লেখেন, ‘ভারত সফর সোজা নয়, গাব্বায় টেস্ট জিতে ওদের আত্মবিশ্বাস তুঙ্গে। আমি বলতে পারি ইংল্যান্ড দলেও ভারতের সমর্থক তৈরি হয়েছে ব্রিসবেন ম্যাচের পর। বিশ্বের যে কোনও দল গর্বিত হবে ওই সিরিজ জিতে, তাও আবার একাধিক চোট নিয়ে’। 

Find out more: