প্রথম দিনের প্রথম ঘণ্টাতেই আশঙ্কার কালো মেঘ দেখা দিয়েছিল ভারতীয় শিবিরে। দিনের শেষে সেই দুর্যোগের ঘনঘটা অনেকটাই কাটল ‘হিটম্যান’-রোহিত শর্মার জন্য। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টের প্রথম দিনের শেষে অনেকটাই ভাল জায়গায় ভারত। ৮৮ ওভারে ছ’উইকেট হারিয়ে ৩০০ তুলেছে তারা। ক্রিজে রয়েছেন ঋষভ পন্থ (অপরাজিত ৩৩) এবং অক্ষর পটেল (অপরাজিত ৫)। অন্যদিকে, এতদিন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে শতরান ছিল না। চেন্নাইতে দ্বিতীয় টেস্টে সেটা করে ফেলতেই রোহিত শর্মা নাম তুলে ফেললেন ক্রিস গেলের পাশে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, একদিনের ম্যাচ এবং টি-টোয়েন্টি, তিন ঘরানার ক্রিকেটেই শতরানের নজির গড়লেন রোহিত। বিশ্বে এই কৃতিত্ব আর আছে শুধু গেলের।

একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের দুটি শতরান আছে। প্রথমটি ২০১৮ সালে নটিংহ্যামে অপরাজিত ১৩৭ রান। পরেরটি ২০১৯ সালে বিশ্বকাপে বার্মিংহামে ১০২ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে রোহিতের একটিই শতরান। সেটি ২০১৮ সালে ব্রিস্টলে অপরাজিত ১০০ রান। এরপর চলতি চেন্নাই টেস্টে প্রথম দিনই রোহিতের ১৬১ রান। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের গেলের ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে তিনটি শতরান আছে। প্রথমটি ২০০৪ সালে ওভালে ১০৫ রান। দ্বিতীয়টি ২০০৯ সালে কিংস্টনে ১০৪ রান। শেষটি ২০০৯ সালে পোর্ট অফ স্পেনে ১০২ রান। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে গেলের শতরানের সংখ্যা চার। টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে গেলের একটিই শতরান। সেটি ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে মুম্বইয়ে অপরাজিত ১০০ রান।

Find out more: