মার্ক ওয়া, মাইকেল ভনদের ক্ষোভের মুখে পড়ে চিপকের পিচ। ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ সাংবাদিক বৈঠকে বলেন, “খুব কঠিন পরিস্থিতি তৈরি হয়ে ছিল দ্বিতীয় দিন খেলার সময়। ঘরের মাঠে ওদের স্পিন আক্রমণ দুর্দান্ত। টস জয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিল।” ইংল্যান্ড দলের তরফে পিচ নিয়ে কোনও অভিযোগ এখনও অবধি জানানো হয়নি। অশ্বিন বলেন, “সবুজ পিচে যখন ১৫০ কিলোমিটার বেগে বল আসে এবং নড়াচড়া করে সেই বল, তখন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। এখানে তো ৮৫-৯০ কিলোমিটার বেগে বল স্পিন করছে। পেসের বিরুদ্ধে ব্যাট করা অনেক বেশি কঠিন। স্পিনের বিরুদ্ধে বোলারকে বুঝতে সময় নিতে হবে, ক্রিজে থাকতে হবে, তা হলেই রান আসবে। এটা আরেক ধরনের শিল্প।”
মার্ক ওয়া, মাইকেল ভনদের ক্ষোভের মুখে পড়ে চিপকের পিচ। ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ সাংবাদিক বৈঠকে বলেন, “খুব কঠিন পরিস্থিতি তৈরি হয়ে ছিল দ্বিতীয় দিন খেলার সময়। ঘরের মাঠে ওদের স্পিন আক্রমণ দুর্দান্ত। টস জয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিল।” ইংল্যান্ড দলের তরফে পিচ নিয়ে কোনও অভিযোগ এখনও অবধি জানানো হয়নি। অশ্বিন বলেন, “সবুজ পিচে যখন ১৫০ কিলোমিটার বেগে বল আসে এবং নড়াচড়া করে সেই বল, তখন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। এখানে তো ৮৫-৯০ কিলোমিটার বেগে বল স্পিন করছে। পেসের বিরুদ্ধে ব্যাট করা অনেক বেশি কঠিন। স্পিনের বিরুদ্ধে বোলারকে বুঝতে সময় নিতে হবে, ক্রিজে থাকতে হবে, তা হলেই রান আসবে। এটা আরেক ধরনের শিল্প।”