দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতে লিড ২৪৯ রান। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা এবং চেতেশ্বর পূজারা। আর জাদুূ দেখিয়েছেন অশ্বিন। অশ্বিনের জাদুতে ইংল্যান্ডের প্রথম ইনিংস মাত্র ১৩৪ রানেই শেষ। তবে দ্বিতীয় দিনের খেলার শেষে সাংবাদিক বৈঠকে অশ্বিন বলেন, “স্পিন যখন আসে, তখন কেউ কল্পনা করতে পারে না। পরিস্থিতি নিজেদের অনুকূলে হতে হবে। ড্রাইভ, কাট এই সব মারার সুযোগ পেতে হবে। পেসারদের উইকেটেও কিন্তু সকাল থেকে এই ধরনের শট খেলা যায় এমন নয়। ঘূর্ণি উইকেটে খেলার ক্ষেত্রে তেমনই কঠিন পরিস্থিতি তৈরি হয়। আমার মনে হয় স্পিন এবং পেসের জন্য মাপকাঠি সমান হওয়া উচিত।”

মার্ক ওয়া, মাইকেল ভনদের ক্ষোভের মুখে পড়ে চিপকের পিচ। ইংল্যান্ড দলের ব্যাটিং কোচ সাংবাদিক বৈঠকে বলেন, “খুব কঠিন পরিস্থিতি তৈরি হয়ে ছিল দ্বিতীয় দিন খেলার সময়। ঘরের মাঠে ওদের স্পিন আক্রমণ দুর্দান্ত। টস জয় খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিল।” ইংল্যান্ড দলের তরফে পিচ নিয়ে কোনও অভিযোগ এখনও অবধি জানানো হয়নি। অশ্বিন বলেন, “সবুজ পিচে যখন ১৫০ কিলোমিটার বেগে বল আসে এবং নড়াচড়া করে সেই বল, তখন আরও কঠিন পরিস্থিতির মুখে পড়তে হয়। এখানে তো ৮৫-৯০ কিলোমিটার বেগে বল স্পিন করছে। পেসের বিরুদ্ধে ব্যাট করা অনেক বেশি কঠিন। স্পিনের বিরুদ্ধে বোলারকে বুঝতে সময় নিতে হবে, ক্রিজে থাকতে হবে, তা হলেই রান আসবে। এটা আরেক ধরনের শিল্প।”

Find out more: