জামশেদপুর এফসি-র বিরুদ্ধে রবিবার ১-০ গোলে জয় পেল মোহনবাগান। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে পৌঁছে গেল কোচ অ্যান্তনিয়ো হাবাসের দল। ভালবাসার দিনে মাঠের বড় স্ক্রিনে দর্শক হিসেবে ছিলেন ফুটবলারদের সঙ্গিনীরা। রয় কৃষ্ণর গোলে মোহনবাগান এগিয়ে উচ্ছ্বাস ধরা পড়ে তাঁদের মধ্যেও। ম্যাচের একদম শুরুতেই সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের সামনে। রয় কৃষ্ণকে বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়। পেনাল্টির দাবি জানায় মোহনবাগান, কিন্তু রেফারি সেই দিকে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত গোল পেয়ে যাওয়ায় মোহনবাগানের সেই নিয়ে যদিও আফসোস থাকবে না হাবাসদের।

১৬ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে এল মুম্বই সিটি এফসি। রবিবার আইএসএলে ১০০তম ম্যাচ খেললেন লেনি রড্রিগেজ। প্রথমার্ধ অবধি গোলশূন্য থাকলেও, ম্যাচের একডোম শেষ পর্বে মারসেলিনহোর পাস থেকে বল পেয়ে গোল করে দলকে জয় এনে দিলেন রয় কৃষ্ণ। জামশেদপুর এফসি-র বিরুদ্ধে রবিবার ১-০ গোলে জয় পেল মোহনবাগান। ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে পৌঁছে গেল কোচ অ্যান্তনিয়ো হাবাসের দল। ভালবাসার দিনে মাঠের বড় স্ক্রিনে দর্শক হিসেবে ছিলেন ফুটবলারদের সঙ্গিনীরা। রয় কৃষ্ণর গোলে মোহনবাগান এগিয়ে উচ্ছ্বাস ধরা পড়ে তাঁদের মধ্যেও। ম্যাচের একদম শুরুতেই সুযোগ এসে গিয়েছিল মোহনবাগানের সামনে। রয় কৃষ্ণকে বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়। পেনাল্টির দাবি জানায় মোহনবাগান, কিন্তু রেফারি সেই দিকে কর্ণপাত করেননি। শেষ পর্যন্ত গোল পেয়ে যাওয়ায় মোহনবাগানের সেই নিয়ে যদিও আফসোস থাকবে না হাবাসদের। 

Find out more: