ভারতরত্ন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন জানুয়ারি মাসেই মুম্বইয়ের হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে অভিষেক ঘটিয়েছেন। সেই সুবাদেই আইপিএল নিলামে নিজের নাম নথিভুক্ত করতে পেরেছেন। বেস প্রাইস ২০ লক্ষ টাকায় নিলামের চূড়ান্ত তালিকাতেও নাম রয়েছে অর্জুনের। মুম্বই ইন্ডিয়ান্স তাকে দলে নেয় কিনা তা দেখার জন্য মুখিয়ে থাকবে ক্রিকেট জনতা। কারণ, আইপিএল শুরুর আগে মুম্বইয়ে একটি স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টে ব্যাট হাতে ৩১ বলে ৭৭ রান ও বল হাতে ৪১ রান দিয়ে ৩টি উইকেট তুলে নেন অর্জুন।

অন্যদিকে, চেন্নাইয়ের পিচ নাকি ‘জঘন্য’, ‘খেলার পক্ষে অযোগ্য’ এবং ‘টেস্ট ক্রিকেটের জন্য একেবারেই ভাল বিজ্ঞাপন নয়’। রবিবার ম্যাচ শেষ হওয়ার পর থেকেই এ রকম টিকা-টিপ্পনীতে ভরে উঠেছিল নেটমাধ্যমের দেওয়াল। কে নেই সেখানে, মার্ক ওয় থেকে শেন ওয়ার্ন, মাইকেল ভন থেকে ড্যামিয়েন ফ্লেমিং- প্রত্যেকেই নিজেদের মতো করে মতামত পেশ করেছেন। তৃতীয় দিন যেন সবাইকে চুপ করিয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। তথাকথিত ‘অফ-স্পিনার’ বুদ্ধিদীপ্ত শতরান করে বুঝিয়ে দিলেন, দোষ শুধু পিচের নয়, ক্রিকেটারদের টেকনিকেরও থাকে! বিদেশিদের পাশাপাশি সতীর্থদের কাছেও তাঁর ইনিংস একটা পরিচ্ছন্ন বার্তা দিল। দ্বিতীয় দিনের খেলা শেষে অশ্বিনকে পিচের অবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। অশ্বিন সাফ জানিয়েছিলেন, যে সব পিচে বাউন্স থাকে এবং বল ঘোরে, সেখানে পিচ নিয়ে প্রশ্ন ওঠে না কেন? কিন্তু মুখে নয়, ব্যাট হাতে প্রমাণ করা বেশি দরকার ছিল। অশ্বিন ঠিক সেটাই করলেন। ঘরের মাঠে সমালোচকদের মুখ বন্ধ করে দিলেন।

Find out more: