আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরই শুরু হবে ২০২১ আইপিএলের নিলাম। তবে এখনও পর্যন্ত   তার আগে দেখে নেওয়া যাক নিলামের ইতিহাসে সবচেয়ে দামি ১০ তারকা কারা!

১০) গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell), ১০,৭৫ কোটি, কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab), সাল ২০২০ 

৯) কেএল রাহুল (KL Rahul), ১১ কোটি টাকা, কিংস ইলেভেন পঞ্জাব (Kings XI Punjab), সাল ২০১৮ 

৮) গৌতম গম্ভীর (Gautam Gambhir), ১১.৪ কোটি টাকা, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), সাল ২০১১ 

৭) জয়দেব উনাদকাট (Jaydev Unadkat), সাড়ে ১১ কোটি, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), সাল ২০১৪ 

৬) দীনেশ কার্তিক (Dinesh Karthik), ১২.৫ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস (Delhi Daredevils), সাল ২০১৪ 

৫) বেন স্টোকস (Ben Stokes), ১২.৫ কোটি, রাজস্থান রয়্যালস (Rajasthan Royals), সাল ২০১৮ 

৪) যুবরাজ সিং (Yuvraj Singh), ১৪ কোটি, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (Royal Challengers Bangalore), সাল ২০১৪

৩) বেন স্টোকস (Ben Stokes), ১৪.৫ কোটি, রাইজিং পুনে সুপারজায়েন্ট (Rising Pune Supergiant), সাল ২০১৭ 

২) প্যাট কামিন্স (Pat Cummins), ১৫.৫ কোটি, কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders), সাল ২০২০ 

১) যুবরাজ সিং (Yuvraj Singh), ১৬ কোটি, দিল্লি ডেয়ারডেভিলস (Delhi Daredevils), সাল ২০১৫

২০১৫ সালে সকলকে চমকে দিয়ে দিল্লি ডেয়ারডেভিলস (অধুনা দিল্লি ক্যাপিটালস)৷ ১৬ কোটি টাকায় তারা দলে নিয়েছিল ভারতীয় দলের জোড়া বিশ্বকাপ জয়ী স্টার অলরাউন্ডার যুবরাজ সিংকে৷ কিন্তু যুবরাজের পারফরম্যান্স আর দামের মধ্যে ছিল জমিন-আসমানের ফারাক৷ সেবার ১৪ ম্যাচে মাত্র ১৯.০৭-এর গড়ে যুবি ২৪৮ রান করেছিলেন ১১৮.০৯-এর স্ট্রাইক রেটে৷ ফিফটি ছিল দু'টি৷




Find out more: