নিলামের শেষে কেকেআর টিম ম্যানেজমেন্টকে একহাত নিয়ে গৌতম বলেছেন, “এই দলে তেমন ভারতীয় ব্যাটসম্যান কোথায়! শুভমন গিল ও নীতিশ রানা ছাড়া আমি তো কোনও ম্যাচ উইনার দেখতে পাচ্ছি না। দীনেশ কার্তিক তো অনেক পরে ব্যাট করে। তাছাড়া ব্যাটসম্যানরা গত মরসুমে নিজেদের মেলে ধরতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল। তাই আমি অন্তত কেকেআর নিয়ে কোনও আশা রাখছি না।”
২০১৯ সালে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন আন্দ্রে রাসেল। সেবারের আইপিএলে ১৪ ম্যাচে ৫১০ রান করেছিলেন এই ক্যারিবিয়ান। গড় ৫৬.৬৬। স্ত্রাইক রেট ২০৪.৮১। সর্বোচ্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অপরাজিত ৮০ রান। সঙ্গে নিয়েছিলেন ১১ উইকেট। সেখানে গতবার তাঁর ব্যাটে-বলে পারফম্যান্স একেবারেই ম্যাড়মেড়ে। তাঁর ব্যাটিং অর্ডার নিয়ে চরম পরীক্ষা-নিরীক্ষা তো চলছিলই, এর মধ্যে যোগ হয়েছিল চোট-আঘাতের সমস্যা। ২০২০ আইপিএলে ১০ ম্যাচে মাত্র ১১০ রান করেন ‘ড্রে রাস’। বল হাতেও ব্যর্থ। মাত্র ৬টি উইকেট নিতে পেরেছিলেন। তবে শুধু রাসেল নন, ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অইন মরগ্যান ধারাবাহিকতা দেখাতে পারেননি।