ব্যাটে বলে তাঁর অনবদ্য পারফরম্যান্সে ক্রিকেট বিশ্ব তাঁকে বাহবা দিয়েছে। এবার তৃতীয় টেস্ট। পিঙ্ক বলের টেস্ট। এই টেস্টেও রেকর্ডের হাতছানি অশ্বিনের সামনে। আর মাত্র ৬টা উইকেট পেলেই নতুন নজির গড়বেন তিনি। ছ’টি উইকেট পেলেই টেস্টে ৪০০ উইকেট হয়ে যাবে অশ্বিনের। যদি মোতেরাতেই ছ’টি উইকেট পান, তাহলে নিউজিল্যান্ডের কিংবদন্তি বোলার রিচার্ড হ্যাডলি এবং দক্ষিণ আফ্রিকার ডেল স্টেনকে টপকে দ্রুততম বোলার হিসেবে ৪০০ উইকেট নেওয়ার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে চলে আসবেন অশ্বিন। স্টেন এবং হ্যাডলি দু’জনেই ৮০ টেস্টে ৪০০ উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন। মোতেরায় ছ’উইকেট পেলে ৭৭ টেস্টে সেই নজির ছোঁবেন। তালিকার শীর্ষে শ্রীলঙ্কার মুথাইয়া মুরলীধরন। তিনি ৭২ টেস্টে ৪০০ উইকেট পেয়েছিলেন। বিশ্বের চতুর্থ স্পিনার হিসেবে ৪০০ উইকেট পেতে চলেছেন অশ্বিন। ভারতে অনিল কুম্বলে (৬১৯) এবং হরভজন সিংহের (৪১৭) পর এই কীর্তি অর্জন করতে চলেছেন অশ্বিন।

অন্যদিকে, বিশ্বের অন্যতম জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ঘিরে এবার তাই একটু বেশিই উত্সাহ রয়েছে সমর্থকদের মধ্যে। আইপিএল ফ্র্যাঞ্চাইজি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) কর্নধার পার্থ জিন্দাল ইঙ্গিত দিয়েছেন, এবার আইপিএলের সব ম্যাচ দেশের একটি শহরেই আয়োজন করতে পারে BCCI. ফলে ভারতীয় সমর্থকদের এবারও টিভির পর্দাতেই ম্যাচ দেখে সন্তুষ্ট থাকতে হবে হয়তো। পার্থ জিন্দাল জানিয়েছেন, লিগ পর্বের সব ম্যাচ হতে পারে মুম্বইতে। নক-আউট পর্বের ম্যাচ হতে পারে আহমেদাবাদে। তিনি বলেছেন, ইংল্যান্ড ভারত সফরে এসেছে। ISL গোয়ায় আয়োজন করা হয়েছে। বিজয় হাজারে ও সৈয়দ মুস্তাক আলি টি-২০ আয়োজন করা গিয়েছে।





Find out more: