আজ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে সিরিজের তৃতীয় টেস্ট। তবে এই টেস্ট পিঙ্ক হলের। ভারতে দ্বিতীয় পিঙ্ক বল টেস্ট। প্রথম পিঙ্ক বল টেস্টে ভারতের কাছে স্রেফ উড়ে গিয়েছিল বাংলাদেশ। আড়াই দিনে শেষ হয়েছিল খেলা। এবারেও কি তাই হবে ? অন্তত ভারতীয় সমর্থকরা তো সেটাই চাইবে। সেই সঙ্গে প্রথম পিঙ্ক বল টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে শতরান এসেছিল। এবারেও ভারতীয় সমর্থকরা সেই আশায় বুক বাঁধছেন। তবে কেমন হবে ভারতের সম্ভাব্য একাদশ? একবার দেখে নেওয়া যাক -

১) রোহিত শর্মা: দ্বিতীয় ম্যাচে ঝকঝকে ১৬১ রানের পর তিনি যে গোড়াপত্তন করতে আসবেন সে নিয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই।

২) শুবমন গিল : ধারাবাহিকভাবে ভালো খেলছেন তিনি। তবে মায়াঙ্ক আগারওয়ালার নাম ভাসলেও তিনিই হিটম্যানের সঙ্গে ওপেন করতে নামবেন বলেই ধরে নেওয়া যায়

৩) চেতেশ্বর পূজারা : লাল বা গোলাপি তিনি প্রথম একাদশের তিন নম্বরে থাকবেন এ নিয়ে সন্দেহের কোনও অবকাশ নেই

৪) বিরাট কোহলি : ভারত অধিনায়কের ব্যাট থেকে এখনও শতরান আসেনি। সেই সঙ্গে প্রথম পিঙ্ক বল টেস্টে ভারত অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে শতরান এসেছিল। এবারেও ভারতীয় সমর্থকরা সেই আশায় বুক বাঁধছেন।  

৫) আজিঙ্কে রাহানে : ধারাবাহিকতা নিয়ে বারবার প্রশ্ন উঠছে। তবে সিরিজের তৃতীয় ম্যাচে তাঁর উপরই ভরসা রাখবে টিম ম্যানেজমেন্ট

৬) ঋষভ পন্থ : ব্যাটিং নিয়ে কোনও প্রশ্ন না উঠলেও কিপিং নিয়ে প্রশ্ন উঠছেই। তবে তিনি যে দ্রুত শেখার চেষ্টা করছেন তা প্রমাণিত

৭) অক্সর পাটেল : দ্বিতীয় টেস্টে ৫ উইকেট নিয়ে দলে জায়গা পাকা করেছেন বলেই ধরে নেওয়া যায়

৮) আর. অশ্বিন : ব্যাটে-বলে তিনি অনবদ্য। তাই দলে তাঁর জায়গা নিয়ে প্রশ্নই নেই

৯) জসপ্রীত বুমরা : দ্বিতীয় টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। তিনি তরতাজা হয়ে ভয়ঙ্কর হয়ে উঠবেন দলে ফিরে তা বলাই বাহুল্য

১০) মহম্মদ সিরাজ : শামির অনুপস্থিতে তিনি দলে জায়গা পাবেন বলেই ধরে নেওয়া যায়

১১) ইশান্ত শর্মা : ভারতীয় পেসার মধ্যে নজির গড়তে চলেছেন ইশান্ত। তৃতীয় টেস্ট তাঁর ক্যারিয়ারে শততম টেস্ট
ছবি : বিসিসিআই 

Find out more: