অন্যদিকে, রবিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচকে ফাইনাল ধরে নিয়েই মাঠে নামছে এটিকে মোহনবাগান। জিএমসি ব্যাম্বোলিম স্টেডিয়ামে নামার আগে রয় কৃষ্ণ, সন্দেশ জিঙ্ঘান, প্রীতম কোটালদের জন্য কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের বার্তা, ‘পাখির চোখ এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। তাই ফাইনাল ভেবে ম্যাচটা খেলতে হবে। শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে বিপক্ষকে উড়িয়ে দাও।’ এর মধ্যে দলের জন্য সুখবর হল, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরছেন মাঝমাঠের কান্ডারী এদু গার্সিয়া। এমনকী মার্সেলিনহোও পুরো ফিট। তিনিও খেলবেন। ফলে মাঝমাঠ থেকে স্ট্রাইকারদের কাছে বল বাড়ানোর সমস্যা মিটে যাবে বলে মনে করছে ফুটবল মহল। এই মুহূর্তে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। সম সংখ্যক ম্যাচ খেলে মুম্বইয়ের ঝুলিতে ৩৭ পয়েন্ট। তাই আগামী ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র আদায় করবে সবুজ-মেরুন।
অন্যদিকে, রবিবার মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে ম্যাচকে ফাইনাল ধরে নিয়েই মাঠে নামছে এটিকে মোহনবাগান। জিএমসি ব্যাম্বোলিম স্টেডিয়ামে নামার আগে রয় কৃষ্ণ, সন্দেশ জিঙ্ঘান, প্রীতম কোটালদের জন্য কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসের বার্তা, ‘পাখির চোখ এখন এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। তাই ফাইনাল ভেবে ম্যাচটা খেলতে হবে। শুরু থেকেই আক্রমণের ঝড় তুলে বিপক্ষকে উড়িয়ে দাও।’ এর মধ্যে দলের জন্য সুখবর হল, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে ফিরছেন মাঝমাঠের কান্ডারী এদু গার্সিয়া। এমনকী মার্সেলিনহোও পুরো ফিট। তিনিও খেলবেন। ফলে মাঝমাঠ থেকে স্ট্রাইকারদের কাছে বল বাড়ানোর সমস্যা মিটে যাবে বলে মনে করছে ফুটবল মহল। এই মুহূর্তে ১৯ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে সবুজ-মেরুন। সম সংখ্যক ম্যাচ খেলে মুম্বইয়ের ঝুলিতে ৩৭ পয়েন্ট। তাই আগামী ম্যাচ থেকে মাত্র ১ পয়েন্ট পেলেই ভারতের প্রথম ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলার ছাড়পত্র আদায় করবে সবুজ-মেরুন।