জুনে হওয়ার কথা রয়েছে এ বারের এশিয়া কাপ। কিন্তু ওই একই সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও হবে লর্ডসে। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে ২-১ এগিয়ে থাকায় সেই ম্যাচে ভারতের খেলার সম্ভাবনা উজ্জ্বল। তাই এশিয়া কাপ পিছনোর ভাবনা চলছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি বলেছেন, “এশিয়া কাপ গত বছরেই হওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে পিছিয়ে গিয়েছিল। এ বছর শ্রীলঙ্কা প্রতিযোগিতা আয়োজন করতেও রাজি ছিল। কিন্তু এখন যা পরিস্থিতি, তাতে এই প্রতিযোগিতা আয়োজন করা যাবে না বলেই ধরে নেওয়া হচ্ছে। দুটোর তারিখ একই। যা অবস্থা তাতে এই প্রতিযোগিতা পিছিয়ে ২০২৩-এ হয়তো করতে হবে।”

অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল।

Find out more: