আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ৬ ধাপ উপরে উঠে এলেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা। ৭৪২ পয়েন্ট নিয়ে তিনি অষ্টম স্থানে রয়েছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ব্যাট হাতে ভালো ফল করার ফল পেলেন রোহিত। তিনি ছাড়াও আরও দুজন ভারতীয় ব্যাটসম্যান প্রথম দশে রয়েছেন। ৮৩৬ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ভারত অধিনায়ক কোহলি ও ৭০৮ পয়েন্ট নিয়ে দশম স্থানে আছেন চেতেশ্বর পূজারা। তালিকায় সবার উপর আছেন কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি পেয়েছেন ৯১৯ পয়েন্ট। এছাড়া অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক স্টিভ স্মিথ ৮৯১ পয়েন্ট নিয়ে রয়েছেন দ্বিতীয় স্থানে। ইংরেজ অধিনায়ক জো রুট চতুর্থ স্থানে রয়েছেন।  ৮২৩ পয়েন্ট নিয়ে ভারতের রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন ৩ নম্বরে। এছাড়া যশপ্রীত বুমরা ৭৪৬ পয়েন্ট পেয়ে নবম স্থানে রয়েছেন।

অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল।

Find out more: