দলের যখনই প্রয়োজন হয়েছে তাঁর ব্যাট কথা বলেছে। দায়িত্ব নিয়েছেন ঋষভ পন্থ। এই ম্যাচেও ব্যতিক্রম হলো না। দলের জন্য প্রয়োজনীয় সমস্যায় ঋষভের ব্যাট থেকে এলো অসাধারণ শতরান। আর ভারতকে এই টেস্ট জেতার জন্য কয়েক কদম এগিয়ে দিলো। আর ঋষভের শতরান হতেই ড্রেসিংরুমের এক দিকে রাখা একটা চেয়ারে বসে পন্থের ব্যাটিং বিস্ফোরণ দেখছিলেন কোহালি। ছয় মেরে তিন অঙ্কে পৌঁছতেই সেই চেয়ার ছেড়ে সোজা বারান্দার দিকে দৌড়ে চলে যান বিরাট। মুখে একগাল হাসি ও হাততালি দিয়ে অভিনন্দন জানান। তবে চলতি সিরিজে এমন ঘটনা কিন্তু নতুন। পন্থের ব্যাটিং তান্ডব আগেও উপভোগ করেছেন বিরাট। চিপকে দ্বিতীয় টেস্ট চলার সময় এমনই একটি ঘটনা ঘটেছিল। সে বারও রুটকেই মেরেছিলেন পন্থ। ইনিংসের তখন ৯১তম ওভার। সেই ওভারের ৩ নম্বর বলে এগিয়ে এসে লং অনের উপর দিয়ে গ্যালারিতে ফেলে দিলেন। একদম সৌরভ গঙ্গোপাধ্যায়ের ছক্কা মারার মেজাজে। পন্থের এমন মেজাজ দেখে অবাক হয়ে গিয়েছিলেন বিরাট।

অন্যদিকে, ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি টুইট করেন, ‘‘ও সত্যিই কতটা ভাল? অবিশ্বাস্য। চাপের মুখে অসাধারণ ইনিংস। এই প্রথম নয়, এটাই শেষও নয়। আগামী কয়েক বছরের মধ্যে বিশ্বসেরা হয়ে উঠবে ও। এভাবেই আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে যাও। এই জন্যই তো তুমি ম্যাচ জেতাও। এই জন্যই তো তুমি বিশেষ।’’ চতুর্থ টেস্টেও জয় হবে বিরাট বাহিনীর, এমনটাই মনে করেন সৌরভ। 

Find out more: