দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারতের প্রমীলা বাহিনী। সৌজন্যে ঝুলন গোস্বামী ও স্মৃতি মান্ধানার দাপুটে পারফরম্যান্স। দুরন্ত বোলিংয়ের জন্য ম্যাচের সেরা হলেন ৩৮ বছরের বঙ্গ তনয়া। একই সঙ্গে ৮০ রানে অপরাজিত থেকে একদিনের ক্রিকেটে রান তাড়া করার ম্যাচে টানা ১০টি অর্ধ শতরান করার বিরল নজির গড়লেন এই বাঁহাতি। মঙ্গলবার টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক মিতালি রাজ। শুরু থেকেই দক্ষিণ আফ্রিকা ব্যাটিংকে চাপে রাখেন দুই জোরে বোলার ঝুলন ও মানসী যোশি। এমনকি বাঁহাতি স্পিনার রাজেশ্বরী গায়কোয়াড দারুণ বোলিং করেন। ফলে তিনজনের দাপটে ৪১ ওভারে মাত্র ১৫৭ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকার ইনিংস। ঝুলন ৪২ রানে ৪, রাজেশ্বরী ৩৭ রানে ৩ ও মানসী ২৩ রানে ২ উইকেট নিয়েছেন।

অন্যদিকে, লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। ১৮ই জুন থেকে প্রথমবারের জন্য এই ঐতিহাসিক ফাইনাল হওয়ার কথা। কেন উইলিয়ামসন বনাম বিরাট কোহলির লড়াই দেখার জন্য ইতিমধ্যেই প্রত্যাশার পারজ চড়তে শুরু করেছে। তবে এরইমধ্যে ব্রিটেনে করোনার দ্বিতীয় প্রজাতি দাপট দেখাতে শুরু করেছে। আইসিসি সূত্রে খবর, লর্ডসে ফাইনাল করা নিয়ে তারা চিন্তাভাবনা করছেন। ইংল্যান্ড বোর্ডের সঙ্গে এই নিয়ে তাদের মধ্যে আলোচনাও হয়েছে বলে খবর। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। আপাতত যাবতীয় পরিস্থিতির দিকে নজর রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।

Find out more: