না শিখর ধাওয়ান নয়, টি ২০ সিরিজে ব্যাট হাতে গোড়াপত্তন করতে আসবেন হিটম্যান রোহিত শর্মা এবং কেএল রাহুল। আর রাহুল দলে থাকায় ঋষভ পন্থেরও জায়গা না হওয়ার সম্ভাবনাও বেশি। কারণ টি২০-তে রাহুল অসাধারণ। বৃহস্পতিবার ওপেনিং জুটি সম্পর্কে কোহলী বলেছেন, “খুব সহজ ব্যাপার। কে এল এবং রোহিত অনেকদিন ধরেই ওপেনিংয়ে দারুণ খেলছে। তাই আগামী কালও ওরাই খেলবে। যদি রোহিত বিশ্রাম নেয় বা রাহুল চোট পায় তাহলে সিক্কি (শিখর ধওয়ন) অবশ্যই তৃতীয় ওপেনার হিসেবে দলে আসবে। তবে শুরুতে খেলবে রোহিত-রাহুলই।”

অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল। একইসঙ্গে নর্থইস্টকে হারিয়ে আইএসএল ফাইনালে এটিকে মোহনবাগান। শনিবারই বলবে শেষ হাসি কে হাসে।

Find out more: