ভারত অদিনায়ক মাঠে নামলেই রেকর্ড। তবে এ রেকর্ড মন ভেঙে দেওয়া রেকর্ড। সবথেকে বেশি শূণ্য রানে আউট হওয়ার রেকর্ড করলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারত অধিনায়ক হিসেবে টেস্টে অষ্টমবার শূন্য করে ছুঁয়েছিলেন মহেন্দ্র সিংহ ধোনিকে। শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে শূন্য করে কোহলী টপকে গেলেন সৌরভকে। সব ধরনের ক্রিকেট মিলিয়ে সৌরভ ১৩ বার শূন্য করেছিলেন ভারত অধিনায়ক হিসেবে। কোহলী সেই অশুভ রেকর্ড টপকে ১৪ বার শূন্য রানে আউট হলেন। ধোনি ১১ বার শূন্য রানে আউট হয়েছিলেন। কপিল দেব আউট হয়েছিলেন ১০ বার। মহম্মদ আজহারউদ্দিন আউট হয়েছিলেন ৮ বার।

অন্যদিকে, ৪১ বছর বয়সী এই তারকাকে নিয়েই শ্রীলঙ্কা সফরের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। গেইল কিছুদিন আগেই জানিয়েছিলেন যে আগামী ২ বছরের ২টি টি-২০ বিশ্বকাপে তিনি ওয়েস্ট ইন্ডিজের হয়ে খেলতে চান। সেই লক্ষ্যেই তাঁর জাতীয় দলে প্রত্যাবর্তন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বুধবার থেকে অ্যান্টিগাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজ খেলতে নামছেন গেইলরা। ব্যাট হাতে গেইলকে জাতীয় দলের হয়ে নামতে দেখার সাধ মিটতে চলেছে বিশ্বে ছড়িয়ে থাকা তাঁর অগুন্তি সমর্থকের। এই বছরই অক্টোবর-নভেম্বর মাসে ভারতে হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ২০১৬-তে ভারতেই শেষ টি-২০ বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হন গেইলরা। ফের একবার সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটানোকেই পাখির চোখ করছেন গেইল।

Find out more: