বার্সেলোনাতে টিটো ভিলানোভার সহকারি হিসেবে কাজ করা লোবেরা এবার হুগো বুমো, ওগবেচে, লে ফন্ড্রে, মুর্তাদা ফলকে নিয়ে প্রথমবার আইএসএল জয় করল। এটিকে মোহনবাগানকে ফাইনালে হারিয়ে প্রথমবার আইএসএল জিতল মুম্বই সিটি এফসি। একই সঙ্গে চলতি প্রতিযোগিতায় হাবাসের দলের বিরুদ্ধে জয়ের হ্যাটট্রিক করলেন সার্জিও লোবেরা। ৮৯ মিনিট - এগিয়ে গেল মুম্বই সিটি এফসি। গোল করলেন বিপিন সিং। ডোবালেন। একেবারে ডোবালেন অরিন্দম ভট্টাচার্য। বক্সের বাইরে বুক দিয়ে একটা লম্বা বল আটকাতে গিয়েছিলেন অরিন্দম। কিন্তু, সেটাকে তিনি নিয়ন্ত্রণে রাখতে পারলেন না। বল পেলেন ওগবেচে। তিনি সন্দেশকে টপকে বিপিনের দিকে বলটা বাড়িয়ে দেন। সেই বল বাগানের জালে জড়াতে বিপিন কোনও ভুল করেনি।

অন্যদিকে, গ্রুপ লিগে দুই পর্বেই মুম্বইয়ের কাছে হার স্বীকার করতে হয়েছে বাগানকে। প্রথম পর্বে ১-০ ও দ্বিতীয় পর্বে ২-০ ব্যবধানে হারতে হয়েছে হাবাসদের। দুই দলই ৪০ পয়েন্টে গ্রুপ লিগের যাত্রা শেষ করলেও মুখোমুখি সাক্ষাতে জেতার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পৌছে গেছে সার্জিও লোবেরার দল। গ্রুপ লিগে দুই পর্বেই মুম্বইয়ের কাছে হার স্বীকার করতে হয়েছে বাগানকে। প্রথম পর্বে ১-০ ও দ্বিতীয় পর্বে ২-০ ব্যবধানে হারতে হয়েছে হাবাসদের। দুই দলই ৪০ পয়েন্টে গ্রুপ লিগের যাত্রা শেষ করলেও মুখোমুখি সাক্ষাতে জেতার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পৌছে গেছে সার্জিও লোবেরার দল।গ্রুপ লিগে দুই পর্বেই মুম্বইয়ের কাছে হার স্বীকার করতে হয়েছে বাগানকে। প্রথম পর্বে ১-০ ও দ্বিতীয় পর্বে ২-০ ব্যবধানে হারতে হয়েছে হাবাসদের। দুই দলই ৪০ পয়েন্টে গ্রুপ লিগের যাত্রা শেষ করলেও মুখোমুখি সাক্ষাতে জেতার ফলে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে পৌছে গেছে সার্জিও লোবেরার দল।

Find out more: