ভারত লেজেন্ডসকে ফাইনালে তোলার পরেই পেলের প্রশংসায় পঞ্চমুখ সচিন তেন্ডুলকর। ইনস্টাগ্রামে সচিন লেখেন, ‘‘খেলাধুলো মানেই তো এই। ফুটবলের সর্বকালের অন্যতম সেরার থেকে এই উষ্ণ অনুভূতি দারুণ লাগল। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর প্রতিভা এবং সাফল্যকে উনি যেভাবে স্বীকৃতি জানিয়েছেন, সেটাই আসল খেলোয়াড়ের পরিচয়। বিশ্বের দুই অন্যতম সেরা প্রতিভার জন্য আমার শ্রদ্ধা, ভালবাসা।’’ গত রবিবার হ্যাটট্রিক করে রোনাল্ডো মোট গোলে টপকে যান পেলেকে। সব প্রতিযোগিতা মিলিয়ে রোনাল্ডোর ৭৭০টি গোল হল। পেলের মোট গোলসংখ্যা ৭৬৭। যদিও পেলের গোলসংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। তিনি নিজেই একটা সময়ে জানিয়েছিলেন, তাঁর মোট গোলসংখ্যা ১,২৮৩। কিন্তু রোনাল্ডো তাঁকে টপকে যাওয়ার পরেই পেলে অভিনন্দন জানান। রোনাল্ডোও পাল্টা ধন্যবাদ জানান পেলেকে।

অন্যদিকে, ৮ বছরের জন্য নিষিদ্ধ হল দুই ক্রিকেটার। ইউনাইটেড আরব এমিরেটসের মহম্মদ নাভিদ (Mohammad Naveed) ও শাইমন আনওয়ার (Shaiman Anwar) ভাটকে নিষিদ্ধ করল ICC।  আইসিসির অ্যান্টি করাপশনাল ট্রাইবুনালে ম্যাচ গড়াপেটার অভিযোগের শুনানি চলে।  আইসিসি অ্যান্টি করাপশন কোড ভেঙেছেন এই দুই ক্রিকেটার।   অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় আইসিসি এই দুই ক্রিকেটারকে ৮ বছরের জন্য সব ধরনের ক্রিকেট (Cricket) খেলার জন্য নিষিদ্ধ করল। ২০১৯ এর ১৬ ই অক্টোবর থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। কারণ, এই সময় থেকে এই দুই ক্রিকটরকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়।  সেই সময় আইসিসি মেনস টি২০ ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ২০১৯ -এই মহম্মদ নাভিদ ও শাইমন আনওয়ার ভাটের বিরুদ্ধে ম্যাচ গড়াপেটার অভিযোগ ওঠে।  আইসিসির অ্যান্টি করপশনাল ট্রাইবুনালে সওয়াল জবাব চলার পর দুজনকে দোষী গন্য করা হয়।  মঙ্গলবার আইসিসি এই নিয়ে প্রেস বিবৃতি দিয়েছে। 

Find out more: