ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের চতুর্থ ম্যাচ জেতার পরই একদিনের সিরিজের জন্য দল ঘোষণা করে দিল ভারত। এক দিনের সিরিজে দুই নতুন মুখে - সূর্যকুমার যাদব এবং কেকেআর-এর পেসার প্রসিদ্ধ কৃষ্ণা। দলে জায়গা হয়নি ইশান কিসানের। বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে। কুল-চা জুটিও থাকছে এই সিরিজে। উইকেটরক্ষক হিসেবে দলে ঋষভ পন্থ এবং লোকেশ রাহুল। ২৩ মার্চ থেকে শুরু হবে একদিনের সিরিজ। এক নজরে দেখে নেওয়া যাক ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এক দিনের সিরিজে ভারতের দল -

১) বিরাট কোহলি
২) রোহিত শর্মা
৩) শিখর ধাওয়ান
৪) কেএল রাহুল
৫) শুবমন গিল
৬) শ্রেয়ার আইয়ার
৭) সূর্যকুমার যাদব
৮) হার্দিক পাণ্ডিয়া
৯) ক্রুণাল পাণ্ডিয়া
১০) ঋষভ পন্থ
১১) ওয়াশিংটন সুন্দর
১২) যজুবেন্দ্র চাহাল
১৩) ভূবনেশ্বর কুমার
১৪) মহম্মদ সিরাজ
১৫) কুলদীপ যাদব
১৬) প্রসিদ্ধ কৃষ্ণা
১৭) শার্দূল ঠাকুর
১৮) টি নটরাজন

অন্যদিকে, টি২০ সিরিজের শেষ ম্যাচ শনিবার। সেই ম্যাচে যে জিতবে সিরিজ তার। প্রসঙ্গত আদিল রাশিদকে ছয় মেরে রোহিতের ইনিংস শুরু। রাহুলের ফর্মে ফেরার ইঙ্গিত। সূর্যকুমার যাদবের টি২০-তে বিধ্বংসী ব্যাটিং এবং ডেবিউ ম্যাচে ৫৭ রানের মারকাটারি ইনিংস। পন্থের লড়াকু ইনিংস। শ্রেয়াস আইয়ার আর হার্দিক পাণ্ডিয়ার ব্যাটিং। এবং শেষে ১৮৫ রানের স্কোর প্রথমে ব্যাট করে। এবং ভারতীয় বোলারদের প্রয়োজনে দূরন্ত স্পেল এবং শার্দুলের ব্যাক টু ব্যাক উইকেট। এই হলো ডু অর ডাই ম্যাচে ভারতের পারফরম্যান্স। অবশেষে ৮ রানে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরানো। এবং শনিবার ফাইনাল।

Find out more: