ওপেনিং জুটি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছেই ভারতীয় টিমে। টি২০ সিরিজে ওপেনিং জুটি পরিবর্তন করতে হয়েছে শেষ ম্যাচেও। ওপেন করতে নেমেছিল রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তাহলে ওয়ান ডে সিরিজে ওপেনিং কম্বিনেশন কী হতে চলেছে ? সেই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। রোহিত শর্মা ও শিখর ধওয়নকেই দেখা যাবে। অইন মর্গ্যানের দলের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামার আগে সেটা জানিয়ে দিলেন অধিনায়ক বিরাট কোহলী। ২০১৩ থেকে ২০২০ পর্যন্ত মোট ১০৭ ম্যাচে ৪৮০২ রান তুলেছেন দুই ওপেনার। জুটিতে সর্বাধিক রান ২১০। রোহিত ও শিখর ওপেন করতে নেমে এখনও পর্যন্ত ১৬টি শতরান ও ১৪টি অর্ধ শতরান করেছেন। একদিনের ক্রিকেটে সেরা দশ ওপেনিং জুটির মধ্যে এই ডানহাতি-বাঁহাতি জুটি আপাতত চার নম্বরে রয়েছে। ১৩৬ ম্যাচে ৬৬০৯ রান যোগ করে এই তালিকায় এখনও শীর্ষস্থান ধরে রেখেছেন সচিন তেন্ডুলকর ও সৌরভ গঙ্গোপাধ্যায়। আর তাই দলের স্বার্থে রোহিত ও শিখরকে দিয়ে ইনিংস শুরু করাতে চাইছেন ‘কিং কোহলী’। সাংবাদিক সম্মেলনে বিরাট বলেন, “গত কয়েক বছর রোহিত ও শিখর অনেক রান তুলেছে। দলকে একাধিক সাফল্য দিয়েছে। তাই এই সিরিজেও ওরাই ইনিংসের শুরু করবে।”

অন্যদিকে, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের বিশ্বকাপে জয়জয়কার ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষ ও নারী দুই বিভাগেই সোনার পদক জিতল ভারত। রবিবার প্রথমে মহিলাদের ইভেন্টে ইয়াশ্বিনী সিং দেসোয়াল, মনু ভাকার ও শ্রী নিভেতা ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। এরপর এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট সৌরভ চৌধুরি, অভিষেক বর্মা ও শাজার রিজভি ভিয়েতনামের দলকে ফাইনালে ১৭-১১ ব্যবধানে হারিয়ে সোনার পদক নিজেদের দখলে নিয়ে নেন।

Find out more: