অন্যদিকে, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের বিশ্বকাপে জয়জয়কার ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষ ও নারী দুই বিভাগেই সোনার পদক জিতল ভারত। রবিবার প্রথমে মহিলাদের ইভেন্টে ইয়াশ্বিনী সিং দেসোয়াল, মনু ভাকার ও শ্রী নিভেতা ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। এরপর এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট সৌরভ চৌধুরি, অভিষেক বর্মা ও শাজার রিজভি ভিয়েতনামের দলকে ফাইনালে ১৭-১১ ব্যবধানে হারিয়ে সোনার পদক নিজেদের দখলে নিয়ে নেন। ভারতের মেয়েরা ফাইনালে ১৬ পয়েন্ট পায়। বিপক্ষে পোল্যান্ডের জুলিতা বোরেক, জোয়ানা ইয়োনা ওয়ারনস্কা মাত্র ৮ পয়েন্টই পান। ১৬-৮ ব্যবধানে পোল্যান্ডকে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন ভারতের মেয়েরা।
অন্যদিকে, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্ট ফেডারেশনের বিশ্বকাপে জয়জয়কার ভারতের। ১০ মিটার এয়ার পিস্তলে পুরুষ ও নারী দুই বিভাগেই সোনার পদক জিতল ভারত। রবিবার প্রথমে মহিলাদের ইভেন্টে ইয়াশ্বিনী সিং দেসোয়াল, মনু ভাকার ও শ্রী নিভেতা ১০ মিটার এয়ার পিস্তলে সোনা জেতেন। এরপর এশিয়ান গেমসের গোল্ড মেডেলিস্ট সৌরভ চৌধুরি, অভিষেক বর্মা ও শাজার রিজভি ভিয়েতনামের দলকে ফাইনালে ১৭-১১ ব্যবধানে হারিয়ে সোনার পদক নিজেদের দখলে নিয়ে নেন। ভারতের মেয়েরা ফাইনালে ১৬ পয়েন্ট পায়। বিপক্ষে পোল্যান্ডের জুলিতা বোরেক, জোয়ানা ইয়োনা ওয়ারনস্কা মাত্র ৮ পয়েন্টই পান। ১৬-৮ ব্যবধানে পোল্যান্ডকে হারিয়ে সোনার পদক নিশ্চিত করেন ভারতের মেয়েরা।