একদিনের ক্রিকেটে অভিষেক ম্যাচে দ্রুততম অর্ধ শতরানের রেকর্ডও গড়লেন ক্রুনাল। ২৬ বলে পঞ্চাশ করেন তিনি। ৫০ ওভারে ভারতের স্কোর ৩১৭/৫। ভারতের ইনিংস শেষে তাঁকে টিভিতে ধরা হলে কথাই বলতে পারলেন না তিনি। হাতের ইশারায় বুঝিয়ে দিলেন পরে কথা বলবেন। কিছু বলতে গেলেই কেঁদে ফেলছিলেন তিনি। চোখে মুখে উত্তেজনার ছাপ। আবেগ যেন গ্রাস করেছে তখন ক্রুণালকে। হার্দিক পাণ্ড্যর হাত থেকে টুপি নিয়ে ম্যাচ শুরুর আগেই তাঁর চোখে জল দেখা গিয়েছিল। হার্দিককে জড়িয়ে ধরে কাঁদতে দেখা যায় তাঁকে। হার্দিক সব ধরনের ক্রিকেটে ভারতের হয়ে খেললেও, তা এখনও সম্ভব হয়নি ক্রুণালের পক্ষে। টি২০ ক্রিকেটেই এত দিন দেখা যেত দুই ভাইকে। ব্যাট হাতে সুযোগ পেয়ে ভারতের রান এগিয়ে নিয়ে গেলেন ঝোড়ো গতিতে। তাঁর সঙ্গী ছিলেন ছন্দ হারানো লোকেশ রাহুল। যাঁর ওপর ভরসা রেখেছিলেন বিরাট কোহলী। ৪৩ বলে ৬২ রান করে অপরাজিত রইলেন তিনিও।

অন্যদিকে, ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) নিজে সোশ্যাল মিডিয়াতে কোনো ছবি পোস্ট না করলেও তাঁর ভক্তরা তাকে তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা (Anushka Sharma) ও কন্যা ভামিকার সঙ্গে এয়ারপোর্টে দেখে ছবি তোলেন ও সোশ্যাল মিডিয়াতে পোস্টও করেন। বর্তমানে ভারতীয় ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের পরিবারকে সঙ্গে নিয়ে সফর করার ব্যাপারে অনুমতি দিয়েছে। পুরো সিরিজেই এখন ক্রিকেটারদের সঙ্গে তাদের স্ত্রী ও সন্তানরা থাকতে পারেন। আহমেদাবাদে টেস্ট চলাকালীনই কন্যাকে সঙ্গে নিয়ে আহমেদাবাদে পৌছন বিরাটপত্নী। দুটি টেস্ট ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলতে আহমেদাবাদেই প্রায় একমাস ছিলেন ভারতীয় ক্রিকেটাররা।

Find out more: