ক্রমেই দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান হয়ে উঠচিলেন। কিন্তু চোট তাঁকে ফের মাঠের বাইরে করে দিলো। বাঁ কাঁধের চোটের জন্য শ্রেয়স আইয়ার মিডল অর্ডার ব্যাটসম্যান যে আইপিএল খেলতে পারবেন না, সেটা আগেই বোঝা গিয়েছিল। এখন শোনা যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তাঁর জাতীয় দলে ফেরার সম্ভাবনা খুবই কম শ্রেয়াস আইয়ারের। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের প্রথম ম্যাচে বাঁ- কাঁধে চোট পান শ্রেয়স। এরপর খানিকক্ষণ মাঠে থাকলেও ব্যথা সহ্য করতে না পারায় উঠে যেতে হয় তাঁকে। এরপর আর নামতে পারেননি। আসন্ন আইপিএল এবং তারপরেও তাঁকে পাওয়া যাবে না। তাই ঋষভ পন্থকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। তবে শুধু আইপিএল নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজও তাঁর খেলার সম্ভাবনা নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা সিরিজও তাঁর খেলার সম্ভাবনা নেই।
অন্যদিকে, করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই হাসপাতালে ভর্তি হলেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শুক্রবার সকালে তিনি টুইট করে লেখেন, 'আপনাদের সবার ভালবাসা ও প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। কিছু ডাক্তারি পরামর্শের জন্য হাসাপাতালে ভর্তি হলাম। আশা করি কিছুদিনের মধ্যেই বাড়ি ফিরে আসব। সবাই ভাল ও সুস্থ থাকবেন।' তিনি আরও বলেন,' আজকের দিনে ১০ বছর আগে ভারত বিশ্বকাপ জিতেছিল। সকল ভারতীয় ও আমার সতীর্থদের অভিনন্দন জানাই।'
Find out more: