বিসিসিআই-এর করোনা বিধি মেনে আপাতত এক সপ্তাহ কোয়ারেন্টিনে থাকবেন অজি মারকুটে ব্য়াটসম্য়ান ডেভিড ওয়ার্নার। তবে চেন্নাইয়ে নিভূতবাসে কীভাবে সময় কাটাবেন ওয়ার্নার, তা বুঝতে পারছেন না!  এই মর্মে প্রশ্ন করেই ট্য়ুইটারে ভিডিও পোস্ট করে তিনি বলছেন, "আমি ভারতে তো এসে গেলাম। কিন্তু এখন একটাই সমস্য়া। আগামী কয়েক'টা দিন আমি কোয়ারেন্টিনে কীভাবে সময় কাটাব বুঝতে পারছি না! আপনারাই কমেন্ট করে আমাকে আইডিয়া দিন।" এই ভিডিও দেখেই মুম্বই ইন্ডিয়ান্স ক্য়াপ্টেন রোহিত শর্মা (Rohit Sharma) চূড়ান্ত ট্রোল করেছেন ওয়ার্নারকে। তিনি লিখলেন, "নিশ্চই টিকটক (TikTok) মিস করছ।"

অন্যদিকে, দেশের দৈনিক সংক্রমণের অর্ধেকেরও বেশি মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্ত হয়েছেন ৪৭ হাজার ৯১৩ জন। লকডাউনও হতে পারে মহারাষ্ট্রে। এমন অবস্থায় ইনদওর, হায়দরাবাদের মতো শহরের মাঠকে তৈরি রাখার ভাবনা বিসিসিআই-এর। মুম্বইয়ে জৈব সুরক্ষা বলয় তৈরি করা হয়েছে চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, পঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের জন্য। দলগুলোকে এখনও পর্যন্ত হায়দরাবাদে যাওয়া নিয়ে কোনও কথা বলা হয়নি বলেই জানিয়েছে তারা। এ বারের আইপিএল হওয়ার কথা চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ, কলকাতা, বেঙ্গালুরু এবং দিল্লিতে। মুম্বইয়ে যদি লকডাউন হয় তবে সেখান থেকে ম্যাচ সরানো হতে পারে। অন্য কোনও শহরে করোনা বাড়লে সেখান থেকেও সরানোর প্রয়োজন হতে পারে। তাই ইনদওর, হায়দরাবাদের মতো কিছু শহরকে তৈরি রাখার পরিকল্পনা রয়েছে বিসিসিআই-এর।

Find out more: