আজ থেকে ঠিক ১৬ বছর আগে ২০০৫ সালের ৫ এপ্রিল বিশাখাপত্তনম স্টেডিয়ামে মহেন্দ্র সিংহ ধোনি ব্যাট হাতে কেমন তান্ডব করেছিলেন সেটা সকলেই জানেন। এই দিনেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম শতরান করেছিলেন ধোনি। সেই ঐতিহাসিক ১৪৮ রানের ইনিংস ১৬ বছরে পা দিল। ‘ক্যাপ্টেন কুল’এর এমন আগমনী বার্তাকে কুর্নিশ জানাল আইসিসি। সেই ম্যাচে ১২৩ বলে ১৪৮ রানের ইনিংসে ১৫টি চার ও ৪টি ছয় মারেন। শেষে ওই ম্যাচে ৯ উইকেটে ৩৫৬ রান তোলে ভারত। জবাবে ব্যাট করতে নেমে ২৯৮ রানে শেষ হয়ে যায় পাকিস্তান। ৫৮ রানে সেই ম্যাচ পকেটে পুরে নিয়েছিল সৌরভের দল।

অন্যদিকে, সোমবার চেন্নাই সুপার কিংস তাদের অফিসিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, সেখানে দেখা যাচ্ছে 'থালা' ফ্লাডলাইটের আলোয় নেটে আগুন জ্বালছেন। অবলীলায় বল পাঠাচ্ছেন গ্যালারিতে। যেন 'ভিন্টেজ' ধোনি। দেখে কে বলবে যে, তিনি গতবছর আইপিএলের পর আর ব্যাট ধরেননি! মরুদেশে ধোনি ১৪টি ম্য়াচ খেলে ২০০ রান করেছিলেন। তাঁর গড় ছিল ২৫ ও স্ট্রাইক রেট ছিল ১১৬.২৭। একটিও হাফ-সেঞ্চুরির মুখ দেখেননি তিনি। তবে এবার খেলা ঘুরিয়ে দিতে তিনি তৈরি। ধোনি এখনও পর্যন্ত ২০৪টি আইপিএল খেলেছেন। ৪৬৩২ রান করেছেন তিনি। এবার তাঁর সামনে সুযোগ রয়েছে আইপিএলে ৫০০০ রানের মাইলস্টোন স্পর্শ করার। এর পাশাপাশি ধোনির লক্ষ্য থাকবে দেশের মাটিতে চতুর্থবারের জন্য আইপিএল ট্রফি হাতে তোলা।

Find out more: