করোনামুক্ত ভারতের কিংবদন্তি ক্রিকেটার। গত ২৭শে মার্চ করোনায় আক্রান্ত হন তিনি। এর কিছুদিন পরেই হাসপাতালে ভর্তি হন মাস্টার ব্লাস্টার। বৃহস্পতিবার বিকেলে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার খবর নিজেই টুইট করে জানান তিনি। টুইটে সচিন লেখেন, ‘হাসপাতাল থেকে বাড়ি ফিরলাম। আপাতত নিভৃতবাসে থাকব। সুস্থ হওয়ার প্রক্রিয়া চলবে। যে শুভেচ্ছা পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। যে চিকিৎসাকর্মীরা আমার যত্ন নিয়েছেন, তাঁদের ধন্যবাদ। এঁরা এই কঠিন পরিস্থিতিতে গত এক বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।’
অন্যদিকে, বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে যে আইপিএলের সমস্ত ম্যাচই দর্শকশূণ্য স্টেডিয়ামে হবে। তবুও চার্চগেটের বাসিন্দাদের বক্তব্য, নরিম্যান পয়েন্টের সামনে ক্রিকেটাররা এলে ভীড় লক্ষ্য করা গেছে। খেলা হলে মাঠের ভিতর লোক ঢুকতে না পারলেও মাঠের বাইরে ভাড় হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এর ফলে করোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে তারা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এরইমধ্যে ঐ অঞ্চলের বেশ কিছু বিল্ডিং সিল করে দেওয়া হয়েছে করোনার কারণে। এপ্রিলের ২ তারিখ অসিত শ্রফ বলে এক ব্যক্তি উদ্ভব ঠাকরেকে এই চিঠি লেখেন। স্থানীয় বাসিন্দাদের মতে রাজ্য সরকার বিবাহ, শ্রাদ্ধ বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করেছে কিন্তু আইপিএলের ক্ষেত্রে আলাদা নিয়ম। স্থানীয় বাসিন্দাদের মতে রাজ্য সরকার বিবাহ, শ্রাদ্ধ বা অন্যান্য যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রে বাধানিষেধ আরোপ করেছে কিন্তু আইপিএলের ক্ষেত্রে আলাদা নিয়ম।
Find out more: