ইংল্যান্ডের কাউন্টি দল ‘সারে’ প্রবল ভাবে চাইছে আইপিএলের ম্যাচ আয়োজন করতে। ‘দ্য ডে‌ইলি মেল’-এর খবর সেরকমই। ধুঁকতে থাকা কাউন্টি ক্রিকেটকে বাঁচাতেই এই উদ্যোগ নিচ্ছে সারে। তারা আইপিএলকে বিশ্বকাপের সঙ্গে সমগোত্রে রাখছে। সারে কাউন্টি ক্লাবের চেয়ারম্যান রিচার্ড থম্পসন ‘দ্য ডেইলি মেল’-কে জানিয়েছেন, ‘‘আমরা লন্ডন এবং ইংল্যান্ডের অন্য জায়গায় আইপিএল আয়োজন করতে বদ্ধপরিকর। আমাদের দেশে ক্রীড়াপ্রেমী মানুষ এখন ক্রিকেট বিমুখ। আইপিএল এ দেশে হলে সেই ছবিটা বদলাবে। চ্যাম্পিয়ন্স ট্রফি এবং বিশ্বকাপ আয়োজন করে আমরা দারুণ ফল পেয়েছি। আইপিএলকেও আমরা সেই পর্যায়ে রাখছি।’’

অন্যদিকে, কায়রন পোলার্ড (Kieron Pollard), নামটাই যথেষ্ট। টি-২০ ক্রিকেটে একাই ম্যাচের রঙ বদলে দিতে পারেন যখন তখন। আইপিএলও দেখেছে 'পলি'র ক্যারিশ্মা। মুম্বই ইন্ডিান্সের (Mumbai Indians) স্টার অলরাউন্ডার তিনি। ব্যাট হাতে ঝড় তোলার পাশাপাশি বল হাতেও কামাল করতে পারেন পোলার্ড। আর কয়েক ঘণ্টা পরে কয়েক ঘণ্টা পরেই চেন্নাইয়ে চোদ্দতম আইপিএলের শুভারম্ভ। প্রথম ম্যাচেই মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ও মুম্বই ইন্ডিয়ান্স । ভারতীয় দলের দুই মহাতারকা-বিরাট কোহলি ও রোহিত শর্মার দ্বৈরথ (MI vs RCB)। এই ম্যাচেই অনন্য জোড়া রেকর্ডের সামনে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজের পাওয়ার হিটার পোলার্ড। তাঁর প্রয়োজন আর মাত্র দু'টি ছয়। তাহলেই আইপিএলে পোলার্ডের ঝুলিতে চলে আসবে ২০০ নম্বর ছয়। পোলার্ডই কিন্তু প্রথম এই নজিরের অধিকারী হবেন না। সবার ওপরে রয়েছেন ক্রিস গেইল (৩৪৯), এবি ডিভিলিয়ার্স (২৩৫), এমএস ধোনি (২১৬), রোহিত শর্মা (২১৩) ও বিরাট কোহলি (২০১)।

Find out more: