মারকুটে অজি ব্যাটসম্যানের সঙ্গে খেলার অভিজ্ঞতা দারুণ। এমনটাই মনে করেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার। ২৮ বলে ৩৯ রান করে রোহিত শর্মার দলকে হারানোর ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছিলেন ম্যাক্সওয়েল।ম্যাচের শেষে এবি ডিভিলিয়ার্স বলেন, “এটাই তো ক্রিকেটের মজা। এই পিচে বল থমকে আসছিল। তাই ১৬০ রান তাড়া করা মোটেও সহজ ছিল না।” এরপরেই তিনি ম্যাক্সওয়েলের মারকুটে ব্যাটিং প্রসঙ্গে বলেন, “ম্যাক্সওয়েল অনবদ্য। দলের জন্য ও কতটা কার্যকরী হবে সেটা প্রথম ম্যাচেই বুঝিয়ে দিল। ম্যাক্সওয়েলের মতো ক্রিকেটার সব সময় জিততে চায়। সেই জন্য এমন ক্রিকেটারের সঙ্গে খেলতে ভাল লাগে।”

অন্যদিকে, চিপক দেখল দুর্দান্ত রুদ্ধশ্বাস ম্যাচ। নেক-টু-নেক ফাইটে ম্যাচের শেষ বলে আরসিবি দুই উইকেটে ম্যাচ জিতে নিল। এদিন টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বিরাট কোহলি। ক্যাপ্টেনের এই সিদ্ধান্তের মর্যাদা রাখলেন হর্ষল প্যাটেল। একাই তুলে নিলেন পাঁচ উইকেট। আরসিবি-র নিয়ন্ত্রিত বোলিংয়ে বিরাটের টিম রোহিতদের বেঁধে দিয়েছিল ১৫৯ রানে। আরা বেঙ্গালুরুর হয়ে মাঠে নামেন এবি ডিভিলিয়ার্স। ফের তিনি প্রমাণ করে দেন যে বয়সটা কোনও ফ্যাক্টরই নয়। ৩৭ বছরের ক্রিকেটার ভিন্টেজ অবতারে ধরা দেন। ২৭ বলে অসাধারণ ৪৮ রানের ইনিংস খেলেন তিনি। যদিও তাঁকে সঙ্গ দিতে এসে শাহবাজ আহমেদ, ড্যান ক্রিস্টিয়ান ও কাইল জেমিসনরা চূড়ান্ত ব্য়র্থ হন। কিন্তু শেষ ওভারে যখন বিরাটদের জেতার জন্য সাত রান বাকি ছিল, তখনই রান আউট হন এবিডি। তবুও শেষ বলে এক রান নিয়ে বৈতরণী পার করেন প্যাটেল।

Find out more: