শুধু দিল্লিকে জেতালেন না। গড়লেন দুটি নজির। তিনি শিখর ধাওয়ান।  সিএসকে-র বিরুদ্ধে ম্যাচ জেতানো ইনিংস খেলার পরে আইপিএলে শিখর ধওয়নের রান হল ৫,২৮৩। প্রতিযোগিতায় রান সংখ্যার বিচারে তৃতীয় স্থানে চলে এলেন তিনি। প্রথম স্থানে রয়েছেন বিরাট কোহলী। তাঁর রান ৫,৯১১। দ্বিতীয় স্থানে সুরেশ রায়না। দিল্লির বিরুদ্ধে অর্ধশতরানের পর যাঁর খাতায় রয়েছে ৫,৪২২ রান। শুধু তাই নয়, কোহলীকে টপকে সিএসকে-র বিরুদ্ধে আইপিএলে সব থেকে বেশি রান করার নজিরও গড়লেন ধওয়ন। এতদিন পর্যন্ত মহেন্দ্র সিংহ ধোনির দলের বিরুদ্ধে সব থেকে বেশি রান করেছিলেন কোহলী (৯০১)। শনিবারের ইনিংসের পর তাঁর থেকে ৯ রানে এগিয়ে গিয়েছেন ধওয়ন। প্রথম পাঁচের তালিকায় এর পরে রয়েছেন রোহিত শর্মা (৭৪৯), ডেভিড ওয়ার্নার (৬১৭), এবি ডিভিলিয়ার্স (৫৯৩)।

অন্যদিকে, ১৪ তম আইপিএল (Indian Premier League) এর শুরুটা একেবারেই ভালো গেল না চেন্নাই সুপারকিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। প্রথম ম্যাচে দিল্লির কাছে দল তো হারলই তার উপর গোটা ম্যাচ জুড়ে স্লো-ওভার রেটে খেলার জন্য আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১২ লাখ টাকা জরিমানা দিতে হল ক্যাপ্টেন কুলকে। আইপিল কর্তৃপক্ষের তরফে এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, 'শনিবার ওয়াংখেড়েতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপারকিংস স্লো ওভার রেট বজায় রেখে চলছিল। আর সেই দায়েই অভিযুক্ত করে ১২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হল ধোনির উপর।'

Find out more: