অন্যদিকে, চেন্নাইকে হারিয়ে ড্রেসিংরুমে খুনসুটিতে মাতলেন ধাওয়ান-পৃথ্বী। অনুজকে 'বাঘ' সম্বোধন করে তাঁকে কোলে নেওয়ার চেষ্টা করলেন ধাওয়ান। অন্যদিকে দলের দুরন্ত জয়ের জন্য হোটেলে কাটা হলো চকোলেট কেক। সেই ভিডিও দিল্লিই ট্যুইটারে পোস্ট করল রবিবার। গতবারের রানার্স দিল্লি যেভাবে শুরুটা করেছে, তা দেখে এটা বলাই যায় যে, পন্টিংয়ের শিষ্য়রা এবারও লম্বা রেসের ঘোড়া। পন্থ প্রথমবার ক্যাপ্টেনসি করতে নেমেই তাঁর গুরু ধোনিকে হারিয়ে দিল। পন্থের জন্য এই জয় আরও বেশি করে স্মরণীয় হয়ে থাকবে।
অন্যদিকে, চেন্নাইকে হারিয়ে ড্রেসিংরুমে খুনসুটিতে মাতলেন ধাওয়ান-পৃথ্বী। অনুজকে 'বাঘ' সম্বোধন করে তাঁকে কোলে নেওয়ার চেষ্টা করলেন ধাওয়ান। অন্যদিকে দলের দুরন্ত জয়ের জন্য হোটেলে কাটা হলো চকোলেট কেক। সেই ভিডিও দিল্লিই ট্যুইটারে পোস্ট করল রবিবার। গতবারের রানার্স দিল্লি যেভাবে শুরুটা করেছে, তা দেখে এটা বলাই যায় যে, পন্টিংয়ের শিষ্য়রা এবারও লম্বা রেসের ঘোড়া। পন্থ প্রথমবার ক্যাপ্টেনসি করতে নেমেই তাঁর গুরু ধোনিকে হারিয়ে দিল। পন্থের জন্য এই জয় আরও বেশি করে স্মরণীয় হয়ে থাকবে।