ইংল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের ক্রিকেটে ভাল খেলার জন্য গত মাসের সেরা নির্বাচিত হয়েছেন তিনি। এই পুরস্কার পাওয়ার পর ভারতীয় দলের এই জোরে বোলার বলেছেন, ‘‘দীর্ঘদিন মাঠের বাইরে ছিলাম। সেই সময়টা অত্যন্ত বেদনাদায়ক ছিল। তারপর আরও একবার দেশের হয়ে খেলতে পেরে দারুণ লেগেছে। যে সময়টা মাঠের বাইরে থাকতে হয়েছিল, তখন নিজের ফিটনেস এবং বোলিং নিয়ে কাজ করেছিলাম। আবার দেশের হয়ে উইকেট নিতে পেরে ভাল লাগছে।’’
অন্যদিকে, ইংল্যান্ড ক্রিকেট দল ও রাজস্থান রয়্যালসের জন্য স্বস্তির খবর। হাতের অস্ত্রোপচারের পর ফের ট্রেনিং শুরু করতে পারেন জোফ্রা আর্চার (Jofra Archer)। মঙ্গলবার তাঁকে গ্রিন সিগন্যাল দিয়ে দিল ইংল্যান্ড ক্রিকেট দল (ECB)। ২৬ বছরের বার্বাডোজের পেসার গত জানুয়ারিতে নিজের বাড়িতেই চোট পেয়েছিলেন। যার জন্য অস্ত্রোপচার হয় তাঁর। এছাড়াও দীর্ঘদিনের কনুইয়ের চোট ভোগাচ্ছে আর্চারকে। চোট নিয়েই ইংল্যান্ডের সঙ্গে ভারত সফরে এসেছিলেন আর্চার। টি-টোয়েন্টি সিরিজ খেলার সময় ডান কনুইয়ের চোট আরও বেড়ে যায়। দলের তারকা পেসারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে না চেয়েই ইসিবি তাঁকে দেশে ফিরে আসতে বলে। আর্চার নিজের বাড়িতে এসেই দুর্ঘটনা ঘটান। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, "আর্চারকে ট্রেনিং শুরু করার জন্য সম্মতি দেওয়া হয়েছে। ওর হাতের পরামর্শদাতার সঙ্গে পর্যালোচনার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ও হাল্কা অনুশীলন শুরু করতে পারে এই সপ্তাহে। সাসেক্স ও ইংল্যান্ডের মেডিক্যাল টিম ওর সঙ্গে রয়েছে। আশা করা যাচ্ছে আগামী সপ্তাহে ও বল করতে পারবে। তবে আর্চার কবে খেলায় ফিরবে, সেই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।"
Find out more: