ভারতীয় ক্রীড়া জগতের নক্ষত্র পতন। প্রয়াত দেশের কিংবদন্তি অ্যাথলিট ‘উড়ন্ত শিখ’ মিলখা সিং (Milkha Singh)। পরিবারের তরফে বিবৃতি দিয়ে মিলখার মৃত্যু সংবাদ জানানো হয়েছে। কোভিডকে হারিয়ে সুস্থ হওয়ার ট্র্যাকে নেমেও বারবার পিছিয়ে পড়ছিলেন মিলখা। দু'দিন আগেই মিলখাকে চণ্ডীগড়ের পিজিআইএমইআর-এর (PGIMER) কোভিড আইসিইউ থেকে সাধারণ আইসিইউ-তে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু ফের মিলখার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আচমকাই তাঁর জ্বর আসে ও সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। কিন্তু ফের মিলখার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। আচমকাই তাঁর জ্বর আসে ও সঙ্গে রক্তে অক্সিজেনের মাত্রা কমতে শুরু করে। অবশেষে স্ত্রীর মৃত্যুর ঠিক ৫ দিনের মাথায় চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে শুক্রবার রাত সাড়ে ১১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মিলখার মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (MamataBanerjee)। ‘উড়ন্ত শিখ’-এর প্রয়াণে শোকস্তব্ধ ক্রিড়ামহল। মিলখা সিংহের প্রয়াণে শোকস্তব্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। টুইটারে তাঁর শোক বার্তায় মিলখাকে ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ বলেছেন সৌরভ। টুইটারে সৌরভ লিখেছেন, ‘খবরটা পেয়ে আমি অত্যন্ত মর্মাহত। ওঁর আত্মার শান্তি কামনা করি। ভারতের সর্বকালের অন্যতম সেরা ক্রীড়াবিদ। আপনি ভারতের তরুণদের খেলোয়াড় হওয়ার স্বপ্ন দেখিয়েছেন। আপনাকে খুব কাছ থেকে জানার সৌভাগ্য আমার হয়েছে।’ টুইটারে কিংবদন্তি এই অ্যাথলিটের একটি সাদা-কালো ছবিও দেন সৌরভ। সেই ছবির পাশে লেখা ‘মিলখা সিংহ: ১৯২৯-২০২১।’
Find out more: