গত বছর থেকেই আইপিএল আয়োজন করতে সমস্যায় পড়েছে বোর্ড। প্রথমে নির্ধারিত সূচি মেনে খেলা হয়নি। করোনা অতিমারীর কারণে দেশের বাইরে আয়োজন করতে হয়েছিল আইপিএল। চলতি বছরে আইপিএল ভারতে আয়োজন করা হলেও বায়ো বাবলে সংক্রমণ ঘটায় তা স্থগিত করে দেওয়া হয়। শেষ পর্যন্ত সেপ্টেম্বর-অক্টোবরের উইন্ডোতে আমিরশাহিতেই বসছে আইপিএলের আসর। ২০২১-এ ১০ দলের আইপিএল না হলেও জানা যাচ্ছে, ১৫তম সংস্করণে টুর্নামেন্টকে ঢেলে সাজানো হচ্ছে। ২টো নতুন দলের অন্তর্ভুক্তির সঙ্গেই ফরম্যাটও বদলে যাচ্ছে। বর্তমানে রাউন্ড রবিন পদ্ধতিতে আট দল একে অন্যের মুখোমুখি হয় দুবার করে। তারপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে প্লে অফে ওঠে ফ্র্যাঞ্চাইজি দলগুলো। তারপর এলিমিনেটর এবং কোয়ালিফায়ার পর্বের মাধ্যমে ফাইনালের দল চূড়ান্ত হয়।

নতুন আইপিএলে ১০টি দলকে পাঁচটি করে দুটো গ্রুপে ভাগ করা হবে। সেখান থেকে নকআউট পর্বে উঠবে দলগুলো। রাউন্ড রবিন পদ্ধতিতে খেলা হলে ম্যাচ সংখ্যা আরো বাড়াতে হত। যাতে আন্তর্জাতিক ক্রীড়াসূচি বিঘ্নিত হতে পারত। সেই কারণে গ্রুপ এবং নকআউট পর্বের মাধ্যমে ম্যাচ আয়োজন করা হবে।

তবে এই রাউন্ড রবিন পদ্ধতি কী বিস্তারিত জেনে নেওয়া যাক -

রাউন্ড-রবিন প্রতিযোগিতা এক ধরনের ক্রীড়া প্রতিযোগিতা পদ্ধতি ও ক্রীড়া পরিভাষা। এই পদ্ধতির মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগী বা দল পর্যায়ক্রমে অন্যান্য প্রতিযোগী বা দলের বিরুদ্ধে খেলায় অংশগ্রহণ করে। রাউন্ড-রবিন পরিভাষাটি রুবান শব্দ থেকে উদ্ভূত, যার অর্থ হচ্ছে রিবন।

একক রাউন্ড-রবিন ক্রীড়া সময়সূচীতে একজন প্রতিযোগী কেবলমাত্র একবারই অংশগ্রহণকারী অন্যান্য প্রতিযোগীদের সাথে মোকাবেলা করবে। যদি একজন প্রতিযোগী অন্যান্য প্রতিযোগীদের সাথে দু’বার মোকাবেলা করে, তখন তা দ্বৈত রাউন্ড-রবিন প্রতিযোগিতা নামে পরিচিতি পাবে। দুইবারের বেশী এ ধরনের প্রতিযোগিতা পদ্ধতি বিরল ঘটনা হিসেবে আখ্যায়িত হয়।

Find out more: