বুধবার ৬৪-৬৯ কেজি উইমেন্স ওয়েল্টারে প্রতিপক্ষ তুরস্কের বিশ্ব চ্যাম্পিয়ন বুসেনাজ সুরমেনেলির কাছে হারলেন লভলিনা। কোয়ার্টার ফাইনালে চিনের প্রতিপক্ষকে ৪-১ এ হারিয়ে সোজা সেমিফাইনালে জায়গা করে নেন লভলিনা। এই নিয়ে টোকিও অলিম্পিকে তৃতীয় পদক পেল ভারত। এদিনের ম্যাচে প্রথম রাউন্ডেই পরাজয় দিয়ে শুরু করেন লভলিনা। ম্যাচের স্কোর ছিল ৫-০। দ্বিতীয় রাউন্ডে মোট পয়েন্ট থেকে পয়েন্ট বাদ যায়। এরপর তৃতীয় ও চতুর্থ রাউন্ডে বিশ্বের এক নম্বর বক্সারের কাছে হার স্বীকার করতে হয় ভারতের লভলিনাকে।

মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে। দেশের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক পেলেন লভলিনা। লভলিনা হেরে গেলেও ব্রোঞ্জ জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ। অসমের প্রথম প্রতিযোগী হিসেবে অলিম্পিক্স থেকে পদক নিয়ে ফিরছেন তিনি। মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে। দেশের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক পেলেন লভলিনা। লভলিনা হেরে গেলেও ব্রোঞ্জ জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ। অসমের প্রথম প্রতিযোগী হিসেবে অলিম্পিক্স থেকে পদক নিয়ে ফিরছেন তিনি। মীরাবাই চানু, পিভি সিন্ধুর পর আরও এক মেয়ের হাত ধরেই পদক এল ভারতে। দেশের তৃতীয় বক্সার হিসেবে অলিম্পিক্সে পদক পেলেন লভলিনা। লভলিনা হেরে গেলেও ব্রোঞ্জ জয়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানাচ্ছে গোটা দেশ। অসমের প্রথম প্রতিযোগী হিসেবে অলিম্পিক্স থেকে পদক নিয়ে ফিরছেন তিনি। 

Find out more: