এর আগে টুইট করে ভারতীয় হকি দলকে শুভেচ্ছাবার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ''ঐতিহাসিক! আজকের দিন সকল ভারতীয়র মনে থাকবে।'' টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী, জগদীপ ধনখড়। এই পদক কোভিড যোদ্ধা এবং ফ্রন্টলাইন কর্মীদের উৎসর্গ করা হয়েছে। সংবাদমাধ্যমকে এমনটাই জানান ভারতীয় পুরুষ হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং।এদিনের জয়কে টোকিও ২০২০ অলিম্পিক থেকে ফের ঘুরে দাঁড়ানোর লড়াই। ম্যাচ শেষে এমন বিশ্লেষণ করেছেন প্রাক্তনীরা।
*এশিয়া কাপে চার বার সোনা (২০০৩,২০০৭,২০১৭)
*এশিয়ান গেমসে দু বার সোনা (১৯৯৮ ব্যাঙ্কক এশিয়াড, ২০১৪ ইঞ্চিয়েন এশিয়াড) ও পাঁচবার রুপো।
*এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনবার সোনা (২০১১, ২০১৬, ২০১৮), ২০১২-তে ব্রোঞ্জ।
*হকি ওয়ার্ল্ড লিগে দুবার ব্রোঞ্জ (২০১৪, ২০১৬)
*সুলতান আজলান শাহ কাপে তিনবার সোনা (১৯৮৫,১৯৯৫, ২০০৯)
এই ৪১ বছরের মাঝে ভারতের হকি তারকা কারা ?
ধনরাজ পিল্লাই, দিলীপ তির্কে, সন্দীপ সিং, ভরত ছেত্রী।