ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে গ্রেট ব্রিটেনের কাছে হারলেন বন্দনা কাটারিয়ারা ((Vandana Katariya)। খেলার ফলাফল ৪-৩। স্বপ্ন ভঙ্গ হল 'Women in Blue'-এর। জিততে না পারলেও ভারতীয় মহিলা দলের প্রাণপণ লড়াই বহুদিন মনে থাকবে। তাঁদের উৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে তিনি লেখেন, 'টোকিও অলিম্পিক্সে ভারতীয় মহিলা হকি দলের খেলা আমাদের মনে থাকবে। দলের প্রতিটি সদস্য উদ্দীপনা, দক্ষতার অধিকারী। ভারত তোমাদের জন্য গর্বিত।' এর আগে সেমি-ফাইনালে হাড্ডাহাড্ডি লড়াই করেও আর্জেন্টিনার কাছে হেরে যায় ভারতের মহিলা হকি দল (Indian Women Hockey Team)। আর্জেন্টিনার বিরুদ্ধে ২-১ গোলে হেরে যান রানি রামপালরা।

ভারতীয় মহিলা হকির দলে হরিয়ানার ন’জন খেলোয়াড় রয়েছেন। তাঁদের জন্য পুরস্কার ঘোষণা করলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর। অধিনায়ক রানি রামপাল ছাড়াও হরিয়ানা থেকে ভারতীয় দলে রয়েছেন নেহা গয়াল, নিশা ওয়ারশি, উদিতা দুহান, নবনীত কৌর, মনিকা মালিক, শর্মিলা দেবী, নবজ্যোত কৌর এবং সবিতা পুনিয়া। তাঁদের প্রত্যেককে ৫০ লক্ষ টাকা করে দেবেন বলে জানিয়েছেন খট্টর। ভারতীয় দলকে এই সাফল্যের জন্য শুভেচ্ছাও জানিয়েছেন তিনি। টোকিয়ো অলিম্পিক্সে ভারতীয় মেয়েদের হকি দল পদক জিততে না পারলেও হৃদয় জিতে নিয়েছেন সকলের। ছেলেদের দল ৪১ বছর পর পদক জিতেছিল বৃহস্পতিবার। শুক্রবার ৪১ বছর পর চতুর্থ স্থানে শেষ করল মেয়েদের দল। হকিতে ফের সোনার দিন ফেরার আশা দেখছেন সমর্থকরা।

Find out more: