১৩৩ কোটি ভারতবাসীর মুখে হাসি ফুটিয়েছেন নীরজ চোপড়া (Neeraj Chopra)। শনিবার টোকিও অলিম্পিক্স ( Tokyo Olympics 2020) থেকে দেশকে সোনা এনে দিয়েছেন নীরজ। অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কোনও ইভেন্টে পদক জিতেছেন। তা-ও একেবারে সোনা জিতেছেন তিনি। এর আগে অ্যাথলেটিক্সে ভারত সোনা তো দূর, কোনও পদকই জেতেনি। সেই আক্ষেপ মিটিয়ে দিলেন নীরজ চোপড়া।
দেশের সোনার ছেলে নীরজ চোপড়া কী কী উপহার পাচ্ছেন দেখে নিন-
* পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ২ কোটি টাকা বিশেষ পুরস্কারের ঘোষণা করেন নীরজের জন্য।
* ইতিহাস লেখার পুরস্কার, নীরজকে ১ কোটি টাকা দেবে BCCI
* বর্তমানে হরিয়ানার বাসিন্দা নীরজের জন্য পুরস্কারের ঘোষণা করেছে হরিয়ানা সরকার। মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর ঘোষণা করেন নীরজকে ৬ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। পাশাপাশি তিনি জানান, পঞ্চকুল্লায় তৈরি হতে চলা অ্যাথলিটদের এক্সিলেন্স সেন্টারের প্রধান বানানো হবে নীরজকে।
* দেশের বিমান সংস্থা ইন্ডিগো ঘোষণা করেছে আগামী একবছরের জন্য তাঁরা নীরজকে বিনামূল্যে বিমানে ভ্রমণ করতে দেবেন।
যে নীরজ দেশের হয়ে ইতিহাস তৈরি করে ফেললেন, তাঁর অ্যাথলেটিক্সে আসা নিতান্তই কাকতালীয় ভাবে। ছোট থেকে নীরজের এক এবং একমাত্র দুর্বলতা ছিল খাবার। যে কোনও খাবার দেখলেই হামলে পড়তেন তিনি। পছন্দ ছিল তাজা ক্রিম এবং চুরমা (রুটি, ঘি এবং চিনি দিয়ে বানানো এক ধরনের পঞ্জাবি পদ)।
Find out more: