লর্ডসে একেবারে ক্লিনিক্যাল পারফরম্যান্সে ভারত দ্বিতীয় টেস্ট জিতে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল। 'হোম অফ ক্রিকেট' সাক্ষী থাকল বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের দুরন্ত ক্রিকেটের। সেই সঙ্গে ৬৯ বছর পর স্বাধীনতা দিবসে টেস্ট ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। অর্থাৎ, টেস্টের মাঝে কোনও না কোনও দিনে ভারতীয় ক্রিকেটাররা স্বাধীনতা দিবস পালন করেছেন। আগের ৪টি টেস্টে হয় ভারতকে হারতে হয়েছে, নতুবা ম্যাচ ড্র হয়েছে। 'হোম অফ ক্রিকেট' সাক্ষী থাকল বিরাট কোহলি অ্যান্ড কোংয়ের দুরন্ত ক্রিকেটের। সেই সঙ্গে ৬৯ বছর পর স্বাধীনতা দিবসে টেস্ট ম্যাচ জিতল টিম ইন্ডিয়া। অর্থাৎ, টেস্টের মাঝে কোনও না কোনও দিনে ভারতীয় ক্রিকেটাররা স্বাধীনতা দিবস পালন করেছেন। আগের ৪টি টেস্টে হয় ভারতকে হারতে হয়েছে, নতুবা ম্যাচ ড্র হয়েছে।  জয় দিয়ে 'স্বাধীনতা দিবস টেস্ট ম্যাচ' (Independence Day Test Match) স্মরণীয় করে রাখা হয়নি টিম ইন্ডিয়ার। অবশেষে ৫ বারের প্রচেষ্টায় ভারত জয় তুলে নেয় এমন ঐতিহাসিক টেস্ট ম্যাচে।

সেই ম্যাচগুলো একবার দেখে নেওয়া যাক - 

* লর্ডস : ১২-১৬ অগাস্ট, ২০২১ :  ইংল্যান্ডকে ১৫১ রানে হারাল ভারত 

* গল : ১২-১৫ অগাস্ট, ২০১৫ : শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে যায় টিম ইন্ডিয়া 

* ওভাল : ১৫-১৯ অগাস্ট, ২০১৪ : ইংল্যান্ডের কাছে এক ইনিংস ও ২৪৪ রানে পরাজিত হয় ভারত 

* গল : ১৪-১৮ অগাস্ট, ২০০১ :  শ্রীলঙ্কার বিরুদ্ধে ১০ উইকেটে পরাজিত হয় ভারত 

* ওভাল : ১৪-১৯ অগস্ট, ১৯৫২ : ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ড্র হয় (এই ম্যাচে ১৭ অগাস্ট রেস্ট ডে ছিলো)

Find out more: