বছরের সবচেয়ে জঘন্য আন্তর্জাতিক টি টোয়েন্টি ইনিংসের সাক্ষী দেখল ক্রিকেট বিশ্ব। ইউরোপ জোনে মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের যোগ্যতা নির্ণায়ক ম্যাচে জার্মানি পুরো ২০ ওভার খেলে করল মাত্র ৩২ রান। এমন নয় যে জার্মানির অনেকগুলো উইকেট পড়ে গিয়েছিল। আয়ারল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য ১৯৬ রান তাড়া করতে নেমে জার্মানির মহিলা দলের রান রেট থাকল মাত্র ১.২০। টেস্টেও যা হয় না। এটা ঠিক মহিলাদের ক্রিকেটে আয়ারল্যান্ডের সঙ্গে জার্মানির ক্রিকেট মানের অনেক ফারাক। ডেভিড বনাম গোলিয়াথ বলা চলে। কিন্তু তা বলে একটা দল ১৯৬ রান তাড়া করতে নেমে পুরো ২০ ওভার খেলে ৩ উইকেটে ৩২ রান করছে, তা সত্যি অভাবনীয়।
জার্মানি মহিলা দলের ওপেনার ক্রিস্টিনা গফ ৫৮ বল খেলে করলেন মাত্র ১৪ রান।


অথচ জার্মানিকে নির্ধারিত ২০ ওভারে করতে হত ১৯৭ রান। আয়ারল্যান্ডের মোট সাতজন বল করলেন। কেউই ওভারে ২ রানের বেশি দিলেন না। এই ম্যাচে আইরিশ ওপেনার গ্যাবি লুইস ৬০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন।  মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফিকেশন পর্বে ইউরোপ জোনে খেলছে মোট পাঁচটি দেশ- আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ফ্রান্স, জার্মানি। আয়ারল্যান্ডের মোট সাতজন বল করলেন। কেউই ওভারে ২ রানের বেশি দিলেন না। এই ম্যাচে আইরিশ ওপেনার গ্যাবি লুইস ৬০ বলে ১০৫ রানে অপরাজিত থাকেন।  মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপের কোয়ালিফিকেশন পর্বে ইউরোপ জোনে খেলছে মোট পাঁচটি দেশ- আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, ফ্রান্স, জার্মানি।  ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ।

Find out more: