নাম-ফ্রেডেরিক ওভারডিক (Frederique Overdijk)। নেদারল্যান্ডস ক্রিকেট দলের পেসার। গত বৃহস্পতিবার মহিলাদের টি-২০ বিশ্বকাপের ইউরোপ কোয়ালিফায়ারের খেলায় নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল ফ্রান্স। সেই ম্যাচেই অনন্য কীর্তি গড়লেন ফ্রেডেরিক। নির্দিষ্ট কোটার ৪ ওভার বল করে ৩ রান দিয়ে একাই তুলে নিয়েছেন ৭ উইকেট! ১০ উইকেটের মধ্যে সাত উইকেটই ফ্রেডেরিকের! এর মধ্যে ছ’জনকে সরাসরি বোল্ড করে দেন। একজন এলবিডব্লিউ হন। ফ্রান্স শেষ হয়ে যায় ৩৩ রানে। জবাবে ৩.৪ ওভারে মাত্র এক উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান তুলে নেয় নেদারল্যান্ডস। 

আইসিসি টুইট করে জানিয়ে দিল যে, কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচে এমন কৃতিত্ব আর কারোর নেই। ফ্রেডেরিকের আগে এই রেকর্ড ছিল নেপালের অঞ্জলি চাঁদের। তিনি কোনও রান খরচ না করে মলদ্বীপের বিরুদ্ধে তুলে নিয়েছিলেন ৬ উইকেট ছিল। সালটা ছিল ২০১৯। আর পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বাধিক ছ’টি উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে চার ক্রিকেটারের। এর মধ্যে ভারতের দীপক চাহার ২০১৯-এ বাংলাদেশের বিরুদ্ধে সাত রানে ছয় উইকেট নিয়েছিলেন। সেটিই পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত সেরা বোলিং। এ ছাড়া ভারতীয়দের মধ্যে যুজবেন্দ্র চহালের ছয় উইকেট নেওয়ার নজির রয়েছে। দু’বার টি-টোয়েন্টিতে ছয় উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস। সেটিই পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে এখনও পর্যন্ত সেরা বোলিং। এ ছাড়া ভারতীয়দের মধ্যে যুজবেন্দ্র চহালের ছয় উইকেট নেওয়ার নজির রয়েছে। দু’বার টি-টোয়েন্টিতে ছয় উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস।

Find out more: